বাংলা নিউজ > ময়দান > বিশ্বকাপের আগে একইসঙ্গে ছবি পোস্ট মেসি ও CR7-র, সর্বকালের অন্যতম ‘সেরা ফ্রেম’?
লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি সৌজন্যে, Annie Leibovitz/ফেসবুক লিওনেল মেসি)

বিশ্বকাপের আগে একইসঙ্গে ছবি পোস্ট মেসি ও CR7-র, সর্বকালের অন্যতম ‘সেরা ফ্রেম’?

Daily Sports News Highlights: বিজয় হাজারে ট্রফি, ফুটবল বিশ্বকাপ, ইংল্যান্ড-নিউজিল্যান্ড, আইএসএল - যাবতীয় খবরের হাইলাইটস দেখুন এখানে।

Daily Sports News Highlights: শনিবার বিজয় হাজারে ট্রফিতে একাধিক ম্যাচ হয়েছে। রেলওয়েজকে হারিয়ে টিকে রইল বাংলা। জিতেছে অসম, মুম্বই, সৌরাষ্ট্রের মতো দল। তারইমধ্যে রবিবার থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। শনিবার আইএসএলের ম্যাচও হয়েছে। কেরালা ব্লাস্টার্সের জয়ে লিগ তালিকায় নীচে নেমে গিয়েছে এটিকে মোহনবাগান। শনিবার খেলা সংক্রান্ত যাবতীয় হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

19 Nov 2022, 11:53:34 PM IST

বিশ্বকাপের আগে একইসঙ্গে ছবি পোস্ট মেসি-রোনাল্ডোর, সর্বকালের অন্যতম ‘সেরা ফ্রেম’?

ফুটবল বিশ্বকাপ শুরুর একদিন আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ান রোনাল্ডো। বিশ্ব ফুটবলের দুই মহাতারকা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেদের ছবি পোস্ট করলেন। সঙ্গে একটি ব্র্যান্ডকেও ট্যাগ করেছেন। যে ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা তো সেই ছবিকে সর্বকালের অন্যতম ‘সেরা ফ্রেম’ বলছেন।

19 Nov 2022, 10:39:53 PM IST

‘টপার’ হায়দরাবাদকে হারিয়ে দিল কেরালা! লিগ তালিকায় নামল মোহনবাগান

আইএসএলে আজ জোড়া ম্যাচ হল। প্রথম ম্যাচে জামশেদপুর এফসিকে ৩-১ গোলে হারিয়ে দিল চেন্নাইয়িন এফসি। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারিয়ে দেয় কেরালা ব্লাস্টার্স। সেই জয়ের ফলেও অবশ্য শীর্ষস্থান ধরে রাখল হায়দরাবাদ। তিনে উঠে এল কেরালা ব্লাস্টার্স। পাঁচ নম্বরে নেমে গেল এটিকে মোহনবাগান। আট নম্বরে আছে ইস্টবেঙ্গল।

19 Nov 2022, 10:35:30 PM IST

মেঘালয়কে উড়িয়ে দিল ঝাড়খণ্ড

মেঘালয়কে ১৯২ রানে উড়িয়ে দিয়েছে ঝাড়খণ্ড। আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে দুই উইকেটে ৩২১ রান তুলেছিল ঝাড়খণ্ড। ৪০.৩ ওভারে ১২৯ রানেই অল-আউট হয়ে যায় মেঘালয়। শাহবাজ নাদিম নয় ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট নেন। সুশান্ত মিত্র ৩৩ রানে তিন উইকেট নেন।

19 Nov 2022, 08:57:04 PM IST

২৪৪ বল বাকি থাকতেই ৫০ ওভারের ম্যাচে জয় দিল্লির! ৩ উইকেট রানার

সহজ প্রতিপক্ষ সিকিমকে উড়িয়ে দিল দিল্লি। আজ ৩৪.৪ ওভারে ৭৬ রানেই অল-আউট হয়ে যায় সিকিম। ৯.২ ওভারে সেই রান তাড়া করে জিতে যায় দিল্লি। অর্থাৎ ২৪৪ বল বাকি থাকতেই ৫০ ওভারের ম্যাচ জিতে যায় দিল্লি। বল হাতে ছয় ওভারে তিন উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নীতিশ রানা। খরচ করেন ১২ রান। দুটি মেডেন দেন। তিন উইকেট পান ললিত যাদব।

19 Nov 2022, 07:53:45 PM IST

রানের ফোয়ারা পালামে! ৩০৯ রান করেও হারল উত্তরপ্রদেশ

বিজয় হাজারে ট্রফি ২০২২: পালামে ৩০৯ রান তুলেও জিততে পারল না উত্তরপ্রদেশ। আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩০৯ রান তোলে উত্তরপ্রদেশ। মাধব কৌশিক করেন ১৩৮ বলে ১৩৪ রান। আরিয়ান জুয়েল ৯২ বলে ৭৫ রান। রিঙ্কু সিং করেন ৪০ বলে ৭৩ রান। জবাবে সেই রান তাড়া করে পাঁচ উইকেটে জিতে যায় চণ্ডীগড়। ১৪৪ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন ওপেনার আর্সনাল খান। ১০৫ বলে ১০০ রান করেন ভগমেন্দর লেথার। যদিও একটা সময় মনে হয়েছিল যে কয়েকটা বল বাকি থাকতে জিতে যাবে চণ্ডীগড়। ১৩ বলে ১০ রান বাকি ছিল। কিন্তু কার্তিক ত্যাগী ও আকিব খানের সৌজন্যে পুরো ৫০ ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়।

19 Nov 2022, 07:33:58 PM IST

ছেড়ে দেওয়ার জন্য জবাব KKR-কে? অর্ধশতরান করলেন ভারতীয় কিপার

বিজয় হাজারে ট্রফি ২০২২: সৈয়দ মুস্তাক আলি ট্রফির রানার্স-আপ হিমাচল প্রদেশকে উড়িয়ে দিল সৌরাষ্ট্র। ৩৬.৪ ওভারে ১৩০ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ২৭.২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় সৌরাষ্ট্র। আট উইকেটে জিতে যায় সৌরাষ্ট্র। ৫৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন চেতেশ্বর পূজারা। ৫৩ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন শেলডন জ্যাকসন। যে খেলোয়াড়কে এবার ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

19 Nov 2022, 06:24:23 PM IST

'ইউরোপের ৩,০০০ বছর ধরে ক্ষমা চাওয়া উচিত, তারপর কাতারকে জ্ঞান দেবে'

ইউরোপের দেশগুলি কাতারে বিশ্বকাপ নিয়ে যে সমালোচনা করছে, তার প্রেক্ষিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'বিশ্বজুড়ে আমরা ইউরোপিয়ানরা ৩,০০০ বছর ধরে যেটা করে আসছি, সেটার জন্য পরবর্তী ৩,০০০ বছর ক্ষমা চাওয়া উচিত আমাদের। তারপর নৈতিক জ্ঞান দেওয়া উচিত।'

19 Nov 2022, 06:08:31 PM IST

৮১ রানের অধিনায়কোচিত ইনিংস ঋদ্ধির, তাও হার ত্রিপুরার

বিজয় হাজারে ট্রফি ২০২২: গুজরাটের বিরুদ্ধে সাত উইকেটে হারল ত্রিপুরা। আজ প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২২৮ রানে অল-আউট হয়ে যায় ত্রিপুরা। শূন্য রানে আউট হন সুদীপ চট্টোপাধ্যায়। অধিনায়ক ৮৯ বলে ৮১ রান করেন। মুরা সিং ৫৯ বলে ৬৯ রান করেন। জবাবে ৩০ বল বাকি থাকতেই জিতে যায় গুজরাট।

19 Nov 2022, 05:11:53 PM IST

৭৭ বলে অপরাজিত ১২৬ রান MI তারকার, নিলেন ২ উইকেটও

Vijay Hazare Trophy 2022: লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৯২ রান। সেই রান তাড়া করতে নেমে ৭৭ বলে অপরাজিত ১২৬ রান করলেন তিলক বর্মা। তাঁর সুবাদেই ২১.৫ ওভার বাকি থাকতেই মণিপুরকে (নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ১৯১ রান তুলেছিল মণিপুর) সাত উইকেটে হারাল হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার ১৪ টি চার এবং সাতটি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ছিল ১৬৩.৬৪। যিনি বল হাতেও দুটি উইকেট নেন। সাত ওভারে মোট খরচ করেন ২৭ রান। 

19 Nov 2022, 04:54:55 PM IST

বিজয় হাজারেতে কামাল জগদীশনের

পরপর চারটি ম্যাচে শতরান হাঁকিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন এন জগদীশন। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে 'লিস্ট এ' ক্রিকেটে পরপর চারটি ম্যাচে চারটি শতরান হাঁকানোর কৃতিত্ব অর্জন করলন। সেইসঙ্গে বিজয় হাজারে ট্রফির একই মরশুমে সর্বোচ্চ শতরানের নিরিখে বিরাট কোহলিকে স্পর্শ করলেন তামিলনাড়ুর ব্যাটার – বিস্তারিত পড়ুন এখানে

19 Nov 2022, 04:39:22 PM IST

ছন্দে ফিরলেন স্মিথ-স্টার্ক, KKR তারকার লড়াই সত্ত্বেও হার ইংল্যান্ডের

Australia vs England: ইংল্যান্ডকে হারিয়ে একদিনের সিরিজ জিতে গেল অস্ট্রেলিয়া। শনিবার সিডনিতে ৭২ রানে হারাল ইংল্যান্ডকে। সিরিজে একটি ম্যাচ বাকি আছে। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে ৯৪ রান করেন স্টিভ স্মিথ। জবাবে ৩৮.৫ ওভারে ২০৮ রানেই অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। ৭২ বলে ৬০ রান করেন জেমস ভিনস। ৮০ বলে ৭১ রান করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্যাম বিলিংস। আট ওভারে ৪৭ রান খরচ করে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মিচেল স্টার্ক। অ্যাডাম জাম্পাও চার উইকেট পেয়েছেন। ৯.৫ ওভারে খরচ করেছেন ৪৫ রান।

19 Nov 2022, 04:30:27 PM IST

ফ্লপ রিয়ান, শিবশংকর ও সরুপমের দুর্দান্ত ব্যাটিংয়ে কর্ণাটককে মাত অসমের

Vijay Hazare Trophy 2022: ফ্লপ হলেন রিয়ান পরাগ। তাতে আটকাল না অসমের জয়। সরুপম পুরকায়স্থের ১০২ বলে অপরাজিত ১১২ রান এবং শিবশংকর রায়ের ৪৯ বলে অপরাজিত ৬৬ রানের সুবাদে কর্ণাটককে ছয় উইকেটে হারাল অসম। ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যান পরাগরা।

19 Nov 2022, 04:09:03 PM IST

বল হাতে মন্ত্রী মনোজের দাপট, রেলকে ৫৭ রানে ওড়াল বাংলা

জিতে গেল বাংলা। রেলওয়েজকে ৫৭ রানে হারিয়ে দিলেন অভিমন্যু ঈশ্বরণরা। ৫০ ওভারে বাংলা নয় উইকেটে ২৪৮ রান তুলেছিল। জবাবে ৪৩.২ ওভারে ১৯১ রানে অল-আউট হয়ে যায় রেলওয়েজ। অথচ রেলওয়েজ শুরুটা ভালো করেছিল। বল হাতে বাংলার নায়ক হলেন মনোজ তিওয়ারি। ৫.২ ওভারে তিন উইকেটে নেন। খরচ করেন ২৬ রান। দুটি করে উইকেট পান শাহবাজ আহমেদ এবং গীত পুরী। একটি করে উইকেট নেন মুকেশ কুমার, আকাশ ঘটক এবং ঋত্বিক চট্টোপাধ্যায়।

19 Nov 2022, 03:50:18 PM IST

বোলাররাই বাঁচাচ্ছেন বাংলাকে! জয়ের জন্য চাই মাত্র ২ উইকেট

Vijay Hazare Trophy 2022: ম্যাচ জিততে পারবে বাংলা? আপাতত ম্যাচে বাংলার দখলে আছে। ম্যাচ জয়ের জন্য দুই উইকেট চাই বাংলার। ৪১ ওভারে রেলওয়েজের স্কোর আট উইকেটে ১৭৯ রান। নয় ওভারে রেলওয়েজের চাই ৭০ রান। দুটি করে উইকেট পেয়েছেন শাহবাজ আহমেদ এবং মনোজ তিওয়ারি।

19 Nov 2022, 03:31:41 PM IST

জয়ের কাছে বাংলা, চাই আর ৩ উইকেট

৩৭ ওভারে রেলওয়েজের স্কোর সাত উইকেটে ১৫৯ রান। জয়ের জন্য আর তিন উইকেট চাই বাংলার। ১৩ ওভারে ৮৯ রান চাই রেলওয়েজের।

19 Nov 2022, 03:12:53 PM IST

বল হাতে ম্যাচ ঘোরাচ্ছেন মন্ত্রী মনোজ! জিততে বাংলার ৪ উইকেট

রেলওয়েজের বিরুদ্ধে জমে উঠেছে বাংলার ম্যাচ। ৩৩.১ ওভারে রেলওয়েজের স্কোর ছয় উইকেটে ১৪৩ রান। ১৬.৫ ওভারে বাকি ১০৬ রান। জোড়া উইকেট পেয়েছেন মনোজ তিওয়ারি। ২.১ ওভারে আট রানে দুই উইকেট নিয়েছেন। শুভম চৌবে এবং কর্ণ শর্মাকে আউট করেছেন। একটি করে উইকেট পেয়েছেন আকাশ ঘটক, শাহবাজ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায় এবং গীত পুরী।

19 Nov 2022, 02:19:41 PM IST

পৃথ্বী, যশস্বী, আরমানের হাফ-সেঞ্চুরি! ১৬৯ বল বাকি থাকতে জয় মুম্বইয়ের

বিজয় হাজারে ট্রফি ২০২২: মিজোরামকে উড়িয়ে জিতল মুম্বই। ২৭.১ ওভার (১৬৯ বল) বাকি থাকতেই সাত উইকেটে জিতলেন অজিঙ্কা রাহানেরা। মুম্বইয়ের প্রথম তিন ব্যাটারই অর্ধশতরান করেন। ৩৯ বলে ৫৪ রান করেন পৃথ্বী শ। যশস্বী জসওয়াল করেন ৪৫ বলে ৬ রান। আরমান জাফর ৪০ বলে ৫৫ রান করেন। রাহানে ১২ বলে অপরাজিত ১৬ রান করেন। এক বলে চার রানে অপরাজিত থাকেন সরফরাজ খান।

19 Nov 2022, 01:59:26 PM IST

দাপুটে অর্ধশতরান পৃথ্বী ও যশস্বীর, স্ট্রাইক রেট থাকল প্রায় ১৪০

বিজয় হাজারে ট্রফি ২০২২: মিজোরামের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় মুম্বই। ১৮৯ রান তাড়া করতে নেমে ১৮ ওভারে স্কোর দুই উইকেটে ১৪২ রান। ৩৯ বলে ৫৪ রান করে আউট হয়েছেন পৃথ্বী শ (স্ট্রাইক রেট প্রায় ১৩৮)। অপর ওপেনার যশস্বী জয়সওয়াল ৪৫ বলে ৬৩ রান করে আউট হয়েছেন (স্ট্রাইক রেট ১৪০)।

19 Nov 2022, 01:54:58 PM IST

রেলের ২ ওপেনারকে ফেরাল বাংলা, জিততে পারবে?

Vijay Hazare Trophy 2022: ১৩ ওভারে রেলওয়েজের স্কোর দুই উইকেটে ৬৬ রান। শিবম চৌধুরীকে আউট করেছেন শিবম চৌধুরী। বিবেক সিং আউট হয়েছেন ১৫ রান। দুই ওপেনারকে ফিরিয়েছে বাংলা। ১৮৩ রান চাই রেলওয়েজের।

19 Nov 2022, 01:26:05 PM IST

সাময়িক অফ-ফর্ম কাটিয়ে ফের ছন্দে পৃথ্বী, ৩৫ বলে করলেন অর্ধশতরান

বিজয় হাজারে ট্রফি: সাময়িক ব্যর্থতার পর ফের ছন্দে ফিরলেন পৃথ্বী শ। শনিবার মিজোরামের বিরুদ্ধে ৩৫ বলে অর্ধশতরান করেন। হাঁকিয়েছেন দুটি ছক্কা এবং আটটি চার। স্ট্রাইক রেট ১৫০-র উপর।

19 Nov 2022, 12:55:42 PM IST

স্ট্রাইক রেট ১০০-র বেশি, সেঞ্চুরি করলেন বিরাট! বড় রান দলের

Vijay Hazare Trophy 2022: মেঘালয়ের বিরুদ্ধে ছড়ি ঘোরাল ঝাড়খণ্ড। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে নির্ধারিত ৫০ ওভারে দুই উইকেটে ৩২১ রান তুললেন বিরাট সিংরা। যিনি নিজেও শতরান করেন। ১১১ বলে ১১২ রান করেন বিরাট। ১৪ টি চার মারেন। হাঁকান একটি ছক্কা। তাছাড়া উৎকর্ষ সিং ১৪৩ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন। ১৪ বলে ৩০ রানে অপরাজিত থাকেন সৌরভ তিওয়ারি।

19 Nov 2022, 12:49:24 PM IST

অল্পের জন্য সেঞ্চুরি ফস্কালেন স্মিথ, ৩ উইকেট পেলেন রশিদ

Australia vs England: নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৮০ রান তুলল অস্ট্রেলিয়া। ১১৪ বলে ৯৪ রান করেন স্টিভ স্মিথ। পাঁচটি চার মারেন। একটি ছক্কা হাঁকান। ৫৫ বলে ৫৮ রান করেন মার্নাস ল্যাবুশেন। মিচেল মার্শ ৫৯ বলে ৫০ রান করেন। স্মিথ ও ল্যাবুশেনের জুটিতে ১০১ রান ওঠে। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং ডেভিড উইলি। ১০ ওভারে ৫৭ রান দিয়ে তিন উইকেট নেন আদিল রশিদ।

19 Nov 2022, 12:41:23 PM IST

এবার ODI দলে সুযোগ পাবেন রাহুল ত্রিপাঠী?

এবার বিজয় হাজারে ট্রফিতে রাহুল ত্রিপাঠীর স্কোর হল - ৭৫ রান (৮০ বল), ২ রান (১৪ বল), ১৫৬ নট-আউট (১২৭ বল) এবং ১১১ রান (১১৩ বল)। এবার কি ভারতের একদিনের দলে সুযোগ পাবেন রাহুল?

19 Nov 2022, 12:37:21 PM IST

স্বপ্নের ফর্মে রাহুল ত্রিপাঠী! আজও করলেন শতরান

এবারের বিজয় হাজারে ট্রফিতে রাহুল ত্রিপাঠীর স্বপ্নের ফর্ম অব্যাহত। আজ সার্ভিসেসের বিরুদ্ধে ১১৩ বলে ১১১ রান করেন। হাঁকান ১৪ টি চার এবং একটি ছক্কা। সেইসঙ্গে ৭৩ রান করেন অঙ্কিত বাওয়ানে। তাঁদের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩০৪ রান তুলেছে মহারাষ্ট্র।

19 Nov 2022, 12:32:29 PM IST

IPL-এ ধাক্কার পর জাত চেনাচ্ছেন মায়াঙ্ক! বেদম মার খেয়ে ২ উইকেট রিয়ানের

Vijay Hazare Trophy 2022: আইপিএলে রিটেন করেনি পঞ্জাব কিংস। তারপর থেকেই নিজের জাত চেনানোর জন্য যেন খেলছেন মায়াঙ্ক আগরওয়াল। শনিবার কলকাতায় অসমের বিরুদ্ধে ৮৩ বলে ৬৪ রান করেন মায়াঙ্ক। ১০৬ বলে ১০০ রান করেন নিকিস জস। মণীশ পান্ডে ৬৪ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। মনোজ ভাঙ্গেড়ে ১৯ বলে অপরাজিত ৩৫ রান করেন। তার ফলে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ২৯৬ রান তুলেছে কর্ণাটক। অসমের হয়ে দু'উইকেট নিয়েছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ। তবে দিয়েছেন অনেক রানও। নয় ওভারে দেন ৭৬ রান।

19 Nov 2022, 12:24:43 PM IST

আজ কী কী খেলা আছে?

Sports Live Updates: আজ একাধিক বিজয় হাজারে ট্রফির ম্যাচ আছে। নেমেছে বাংলা, মুম্বই, সৌরাষ্ট্র, কর্ণাটক, বিদর্ভের মতো দল। দ্বিতীয় একদিনের ম্যাচে সিডনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে এবারের ফুটবল বিশ্বকাপ একেবারে দোরগোড়ায় এসে গিয়েছে। আজ আছে আইএসএল ম্যাচও।

19 Nov 2022, 12:24:31 PM IST

ভালো শুরু করেও ডুবল বাংলার ব্যাটিং! তুলতে পারল না ২৫০ রান

Vijay Hazare Trophy 2022: আজ বিজয় হাজারে ট্রফিতে টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় রেলওয়েজ। নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৪৮ রান তুলেছে বাংলা। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৫৯ বলে ৫০ রান করেন। অভিষেক পোড়েল ৮৮ বলে ৫৪ রান করেন। শেষপর্যন্ত ঋত্বিক চট্টোপাধ্যায়ের ৪৩ বলে অপরাজিত ৩৭ রান এবং আকাশ ঘটকের নয় বলে ১৪ রাবের সুবাদে ২৫০-র কাছে পৌঁছাতে পেরেছে বাংলা। অথচ আজ শুরুটা ভালো করেছিল বাংলা। ১৩.৩ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৭১ রান। সেখান থেকে ৩৬.৪ ওভারে স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ১৫৮ রান। তারপর অভিষেক এবং ঋত্বিকের ৫৬ রানের জুটিতে কিছুটা মুখরক্ষা হয়েছে বাংলার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.