স্লিপে শূন্যে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ নিলেন সমারসেটের খেলোয়াড় ম্যাট রেনশ। নিজের বাঁদিকে ঝাঁপিয়ে যে ক্যাচটা নেন, তা এবারের রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপের অন্যতম সেরা ক্যাচ হতে পারে। ইতিমধ্যে ভাইরালও হয়ে গিয়েছে সেই দুর্ধর্ষ ক্যাচের ভিডিয়ো।
বুধবার ওভালে রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপে মুখোমুখি হয়েছিল সারে এবং সমারসেট। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সমারসেটের অধিনায়ক রেনশ। ষষ্ঠ ওভারে সেই দুর্ধর্ষ ক্যাচ নেন। ৫.১ ওভারে সমারসেট পেসার ক্যাসি অ্যাল্ডরিজের বলটা সারের ওপেনার রায়ান প্যাটেলের ব্যাটের বাইরে দিকে লাগে। অত্য়ন্ত দ্রুতগতিতে স্লিপের দিকে উড়ে যেতে থাকে বলটি। দ্বিতীয় স্লিপের দিকে বল যাচ্ছিল। তবে দ্বিতীয় স্লিপে কেউ না থাকায় প্রথম স্লিপে থাকা রেনশ নিজের বাঁ-দিকে ঝাঁপ দেন। ক্রমশ তাঁর কাছ থেকে সরে যাওয়া বলটা এক হাতে অবিশ্বাস্যভাবে ছোঁ মেরে ধরেন অস্ট্রেলিয়ার ব্যাটার।
সেই অবিশ্বাস্য ক্যাচে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমারসেটের খেলোয়াড়রা। যে ক্যাচ ভারতীয় সমর্থকদের সম্ভবত ২০০৭ সালে ফিরিয়ে নিয়ে যেতে পারে। উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্লিপে দাঁড়িয়ে এরকম একটি অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন দীনেশ কার্তিক। ক্রমশ দূরে সরে যাওয়া বলটি ছোঁ মেরে তালুবন্দি করেছিলেন। রেনশর ক্যাচও একইরকমের ছিল।
তবে রেনশর সেই ক্যাচের পরও ম্যাচ জিততে পারেনি সমারসেট। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ৩০৯ রান তোলে সারে। কিন্তু ডাক-ওয়ার্থ লুইস নিয়মে ১২ ওভারে ১১২ রান তাড়া করতে হয় সমারসেটকে। কিন্তু সেই রানের ধারেকাছেও পৌঁছাতে পারেননি রেনশরা। ১২ ওভারে তিন উইকেটে ৬৮ রানের বেশি তুলতে ব্যর্থ হন। তার জেরে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে ৪৩ রানে জিতে যায় সারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।