টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। ম্য়াচের ৭.৩ ওভারে স্টুয়ার্ড ব্রডের বলে একটি শট খেলতে গিয়েছিল অজি ওপেনার মার্কাস হ্যারিস। বলটি কিপার জোস বাটলারের থেকে অনেকটাই দূর দিয়েই বেরিয়ে যাচ্ছিল। ওটা যে ক্যাচ হচে পারে, সম্ভবত ভাবতে পারেননি হ্যারিস। কিন্তু একেবারে সুপারম্যানের মতোই কার্যত উড়ে গিয়ে ক্যাচটি ধরেন জোস বাটলার। যা দেখে চোখ ছানাবড়া বিশ্ব ক্রিকেট মহলের। নিঃসন্দেহে দুরন্ত ক্যাচটি বাটলার। এই ক্যাচের জন্য বাটলারকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে ক্রিকেট বিশ্ব। নেটিজেনিরা বাটলারকে বলতে শুরু করেছেন, ‘জোস দ্য বস’।
স্টুয়ার্ড ব্রডের ওভারে এই একটি মাত্র উইকেটই পড়েছে অস্ট্রেলিয়ার। আগের ম্যাচে ব্রড খেলেননি। এই গোলাপী বলের টেস্ট খেলে তিনি ১৫০টি টেস্ট খেলার মাইলস্টোন স্পর্শ করে ফেললেন। এ দিকে অস্ট্রেলিয়া দল কিন্তু দ্বিতীয় টেস্টেও বেশ ভালো জায়গায় রয়েছে। দলের মাত্র ৪ রানের মাথায় হ্যারিসের উইকেট পড়লেও, দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার এবং মার্নাস ল্যাবুশান দলের হাল ধরেছেন। দুই ক্রিকেটারই অর্ধশতরান করে ফেলেছেেন।
এই টেস্টে আবার দলের অভিজ্ঞ পেসার জোস হ্যাজেলউড চোটের কারণে খেলতে পারছেন না। করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে এসে প্যাট কামিন্সও অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বলবিকৃতি কাণ্ডের পর স্টিভ স্মিথের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। ফের সাড়ে তিন বছর পর আবার অধিনায়কের দায়িত্বে ফিরলেন স্মিথ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।