অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার গত তিন মাসে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং ছয়টি বিগ ব্যাশ লিগের ম্যাচ খেলেছেন। অর্থাৎ গত ৯০ দিনের মধ্যে ৩০-৩৫ দিন ক্রিকেট মাঠে কাটিয়েছেন। বিশেষ বিষয় হল তার দলের সবচেয়ে বড় পরীক্ষা এখনও আসতে বাকি রয়েছে। আগামী মাসে অস্ট্রেলিয়াকে খুব গুরুত্বপূর্ণ ও কঠিন ভারত সফর করতে হবে। এই সফরে ডেভিড ওয়ার্নারদের ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচের বর্ডার গাভাসকর সিরিজ খেলতে হবে। ক্যাঙ্গারু দলের সামনে আরও একটি বড় সমস্যা সামনে এসেছে ওয়ার্নারের সর্বশেষ বক্তব্য থেকে। তিনি বলেছেন, ভারত সফরের আগে তিনি খুবই ক্লান্ত।
আরও পড়ুন… দুই সপ্তাহের ভিতরেই WPL 2023 -এর নিলাম, কোথায় হবে?
অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ওপেনার টিমের আসন্ন ভারত সফরের আগে ঘরের ব্যস্ত সময়সূচীর জন্য তার ক্লান্তিকে দায়ী করেছেন। ডেভিড ওয়ার্নার বলেছেন, সুস্থ হওয়ার জন্য সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিস করতে পারেন তিনি। অত্যন্ত ব্যস্ত অস্ট্রেলিয়ান গ্রীষ্মের মরশুম শুক্রবার শেষ হয়েছে। মরশুমের শেষ ম্যাচে ওয়ার্নারের সিডনি থান্ডার দল বিগ ব্যাশ লিগের ফাইনাল থেকে বিদায় নিয়েছে। এর আগে তিনি অস্ট্রেলিয়ার হয়ে জিম্বাবোয়ে, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলেছেন, পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। এটি শেষ হওয়ার পরে, তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি পাঁচ টেস্টের সিরিজ খেলেন। ৮ জানুয়ারি টেস্ট সিরিজ শেষ হওয়ার পর তিনি ছয়টি বিবিএল ম্যাচেও পারফর্ম করেছিলেন।
এত উচ্ছ্বাসের মাঝে ক্রিকেট মরশুমে অধিনায়কত্বে আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রিকেট অস্ট্রেলিয়ায় আপিল করার পরও বেশ মানসিক হয়রানির শিকার হতে হয় ওয়ার্নারকে। তাই ৩৬ বছর বয়সী এই ড্যাশিং ব্যাটসম্যান মিডিয়াকে বলেন, ‘এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি খুব ক্লান্ত।’ মঙ্গলবার ভারতে যাওয়ার আগে ডেভিড ওয়ার্নার পাঁচ দিন বিশ্রাম নিয়েছেন কিন্তু সেই দিনগুলির মধ্যে একটি দিন কাটবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরষ্কার অনুষ্ঠানে যেখানে টেস্ট দল অংশগ্রহণ করবে। এই পরিস্থিতিতে ওয়ার্নার বলেন, ‘এমন কিছু খেলোয়াড় আছেন যারা ইউএই লিগে খেলছেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন না। আমার মনে হয় বাড়িতে আরেকটা রাত কাটালে ভালো হতো।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup