শুভব্রত মুখার্জি: মেয়েদের টেনিসের কোর্টকে একটা সময়ে মাতিয়ে দিয়েছিলেন ডেনমার্কের তারকা ক্যারোলিন ওজনিয়াকি। টানা ৭১ সপ্তাহ বিশ্ব ক্রমতালিকায় শীর্ষেও ছিলেন তিনি। একের পর এক টুর্নামেন্টের শিরোপা জিতেছেন তিনি।তারপর হঠাৎ করেই সকলকে চমকে দিয়ে কম বয়সেই নিয়ে নিয়েছিলেন অবসর। তবে এবার আবার অবসর ভাঙতে চলেছেন তিনি। সেকথা নিশ্চিত করেছেন স্বয়ং ক্যারোলিন ওজনিয়াকি। তিনি জানিয়ে দিয়েছেন অবসর ভেঙে ফের একবার কোর্টে ফিরতে চলেছেন তিনি।
একটা সময় ক্রমতালিকার শীর্ষে থাকা ক্যারোলিন ওজনিয়াকি জানিয়েছেন যে তিনি ডব্লুটিএ টুর্নামেন্ট খেলার মধ্যে দিয়ে ফের কামব্যাক করতে প্রস্তুত রয়েছেন। ২০২০ সালে যখন গোটা বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়বাড়ন্ত, সেই সময় হঠাৎ করেই টেনিস সার্কিট থেকে অবসরের ঘোষণা করে দেন তিনি। ততক্ষণে জিতে ফেলেছেন ৩০টি খেতাব। যে তালিকায় আছে একটি গ্র্যান্ডস্ল্যাম খেতাবও। ২০১৮ সালে কেরিয়ারের একমাত্র গ্র্যান্ডস্ল্যাম খেতাবটি জিতেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা সিঙ্গেলসের শিরোপা জিতেছিলেন।
২০২০ সালে সেই অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই তিনি তাঁর অবসর ঘোষণা করে দিয়েছিলেন। মাত্র ২৯ বছরে আলবিদা জানিয়েছিলেন টেনিস কোর্টকে। সেই সময়ে অবসর নেওয়ার পিছনে তিনি কারণ হিসেবে তুলে ধরেছিলেন পরিবারের সঙ্গে তিনি বেশি সময় কাটাতে চান। বেশি সময় কাটাতে চান তাঁর স্বামীর সঙ্গে। আর সেই কারণেই নাকি তিনি এই অবসর নিচ্ছেন।
উল্লেখ্য প্রাক্তন এনবিএ তারকা ডেভিড লি'র সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তাঁদের দুই সন্তান ও রয়েছে। ছেলের নাম জেমস এবং মেয়ের নাম অলিভিয়া। তবে এবার খেলায় ফিরতে চান ওজনিয়াকি। টুইটারে তিনি লিখেছেন, ‘এই যে তিন বছর আমি খেলা থেকে দূরে ছিলাম, তাতে করে নষ্ট হওয়া সময়ের অনেকটাই আমি মেক-আপ করে পরিবারকে সময় দিতে সক্ষম হয়েছি। আমি মা হয়েছি। আমার দু'জন ফুটফুটে সন্তান রয়েছে। আমি এই কারণে চিরকৃতজ্ঞ। তবে পাশাপাশি আমার মধ্যে অনেক খেলা এখনও বাকি রয়েছে। অনেক লক্ষ্যপূরণ করা এখনও বাকি রয়েছে। আমি আমার সন্তানদের দেখাতে চাই, বয়স যাই হোক না কেন বা ভূমিকা যাই হোক না কেন, যদি কোনও স্বপ্ন থাকে তাহলে কোনওকিছুই স্বপ্নপূরণে বাধা হতে পারে না। আর সেই কারণেই আমি কোর্টে ফের একবার ফেরার সিদ্ধান্ত নিয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।