শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের আইকনিক স্টেডিয়াম লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। কয়েকশো বছরের টেস্ট ম্যাচ আয়োজন করার অভিজ্ঞতা রয়েছে এই মাঠের। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল দ্য এজিস বোল, সাউদাম্পটনে। করোনার কারণে সেবার ফাইনাল আয়োজন করা হয়েছিল ওই মাঠে। কারণ মাঠের মধ্যেই ছিল হোটেল যার ফলে বায়ো বাবলের সুরক্ষা নিশ্চিত করা অনেকটাই সম্ভব হয়েছিল।
প্রথমবার সফলভাবে আয়োজনের পর ফের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চলেছে ইংল্যান্ড। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে লর্ডস। এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে।
তবে গ্রেগ বার্কলে জানিয়েছেন বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। প্রসঙ্গটি নিয়ে বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে বার্কলে বলেছেন, ‘মনে করি এটা (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল) লর্ডসের জন্য নির্ধারিত। এটাই সবসময় উদ্দেশ্য ছিল। জুন মাস চলছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে, এটা এই মাসের মধ্যেই আমরা নিশ্চিত করে ফেলব।’
করোনা পরিস্থিতি আগের মতন উদ্বেগের নেই। বেশির ভাগ দেশেই এখন হয় জৈব সুরক্ষা বলয় ছাড়াই আয়োজন করছে সিরিজ অথবা সেই কড়াকড়ি আর নেই । ফলে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করার বিষয়ে আশাবাদী আইসিসি। গ্রেগ বার্কলে জানিয়েছেন, ‘এখন কোভিডের কোনও বিধি নিষেধ নেই ফলে এভাবেই আমাদের ব্যবস্থাপনা তৈরি করতে হবে ফাইনালের জন্য। আমার মনে হয় লর্ডসে ফাইনাল আয়োজন করা সম্ভব হবে । এটাই আমাদের উদ্দেশ্য।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।