বাংলা নিউজ > ময়দান > The Hundred 2022: ২৩ বলে অপরাজিত ৬৪ রান, ৫ বলে ১ উইকেট - Hundred-এ বিধ্বংসী KKR তারকা

The Hundred 2022: ২৩ বলে অপরাজিত ৬৪ রান, ৫ বলে ১ উইকেট - Hundred-এ বিধ্বংসী KKR তারকা

মারমুখী আন্দ্রে রাসেল। (ছবি সৌজন্যে টুইটার)

The Hundred 2022: মাত্র ২৩ বলে অপরাজিত ৬৪ রান করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা। শেষ সেটে ২৪ রান (৬, ৪, ৬, ৪, ৪) করেন। তারপর বল হাতে পাঁচ বলে সাত রান দিয়ে এক উইকেট নেন কেকেআরের তারকা অল-রাউন্ডার।

মাত্র ২৩ বলে অপরাজিত ৬৪ রান। তারপর পাঁচ বলে সাত রান দিয়ে এক উইকেট। 

দ্য হান্ড্রেডে ঝড় তুললেন ম্যাঞ্চেস্টার অরিজিনাস তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা আন্দ্রে রাসেল। সেই বিধ্বংসী পারফরম্যান্সের পর ক্যারিবিয়ান তারকা ছাড়া আর কেউ ম্যাচের সেরা হতে পারতেন না। হয়েছেও সেটা। সাউদার্ন ব্রেভসের বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাসেল।

বৃহস্পতিবার সাউথহ্যাম্পটনে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাউদার্ন ব্রেভস। ফিল সল্ট এবং জস বাটলারের সৌজন্যে শুরুটা দারুণ করে ম্যাঞ্চেস্টার। ৪১ তম বলে প্রথম উইকেট হারান বাটলাররা। ২২ বলে ৩৮ রান করে আউট হয়ে যান সল্ট। সেইসময় ম্যাঞ্চেস্টারের স্কোর ছিল এক উইকেটে ৬৪ রান। তাতে অবশ্য বাটলার থামেননি। উলটোদিকে ওয়েন ম্যাডসেন ঠুকঠুক করে খেললেও ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক মেরে খেলতে থাকেন। তারইমধ্যে ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারায় ম্যাঞ্চেস্টার। ১২ বলে নয় রান করে আউট হন ম্যাডসেন।

আরও পড়ুন: The Hundred: চেষ্টা করেও জেতাতে পারলেন না নারিনরা, ম্যাচ বার করে নিয়ে গেলেন হেলস

বিধ্বংসী রাসেল

ম্যাডসেন আউট হওয়ার পর ক্রিজে আসেন রাসেল। বাটলারের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। তৃতীয় উইকেটে বাটলারের সঙ্গে ২৪ বলে ৫১ রান যোগ করেন। তার মধ্যে ১৩ বলে ২৯ রান করেন রাসেল। ১১ বলে ২০ রান যোগ করেন বাটলার। যিনি ১২ বল বাকি থাকতে আউট হয়ে যান। বাটলার (৪২ বলে ৬৮ রান) আউট হওয়ার পর ১০ টি বল খেলেন। সেই ১০ বলে ৩৫ রান করেন। শেষ সেটে তো পাঁচ বলে ২৪ রান (৬, ৪, ৬, ৪, ৪) করেন কেকেআর তারকা। শেষপর্যন্ত রাসেলের ২৩ বলে অপরাজিত ৬৪ রানের সুবাদে নির্ধারিত ১০০ বল শেষে তিন উইকেটে ১৮৮ রান তোলে ম্যাঞ্চেস্টার।

আরও পড়ুন: The Hundred: ৪,৬,৪,৬,৬,৪, বোলারদের ছারখার করা ব্যাটিং, পরপর ৬টি বলকে মাঠের বাইরে পাঠালেন মইন-লিভিংস্টোন

সেই রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি সাউদার্ন ব্রেভ। শুরু থেকেই মারকুটে ছন্দে খেলতে থাকেন সাউদার্ন অধিনায়ক জেমস ভিনস। কিন্তু নয় বলে ২০ রান করে অধিনায়ক আউট হওয়ার পরেই চাপে পড়ে যায় সাউদার্ন। লাগাতার ব্যবধানে উইকেট হারাতে থাকেন কুইন্টন ডি'ককরা। টিম ডেভিড, মার্ক স্টইনিসের মতো তারকারা থাকলেও কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত মাত্র ৮৪ বলে ১২০ রানে অলআউট হয়ে যায় সাউদার্ন। ডেভিডের উইকেট নেন রাসেল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন সিবিআই দফতরে রাজ্য পুলিশের কর্তা, সেই ডিসি নর্থ! বেরোলেন ঘণ্টাখানেক পরে মাত্র ৪৯ বছর বয়সে জীবনাবসান মাঙ্গে খানের, লোক শিল্প হারালো অনবদ্য এক গায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে পিছিয়ে থ্রেট কালচারে অভিযুক্ত ৫পড়ুয়া সাসপেন্ড ৬ মাস কাশ্মীরে ভোটের ঠিক আগে পাঁচ বছর বাদে জেল থেকে মুক্ত সাংসদ রশিদ, তুঙ্গে জল্পনা নমাজের সময় ঢাক বাজাবেন না, দুর্গাপুজোয় শান্তিরক্ষায় নির্দেশ বাংলাদেশে এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার ভারতীয় সঞ্চালক! কে এই গুরুদায়িত্ব পালন করবেন? ৬তলা থেকে ঝাঁপ! বাবার আকস্মিক মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন বিধ্বস্ত মালাইকা ‘রাজনীতির খেলা নেই’,ভোররাতে কেন মেল মমতাকে? জবাব দিলেন ডাক্তাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.