মাত্র ২৩ বলে অপরাজিত ৬৪ রান। তারপর পাঁচ বলে সাত রান দিয়ে এক উইকেট।
দ্য হান্ড্রেডে ঝড় তুললেন ম্যাঞ্চেস্টার অরিজিনাস তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা আন্দ্রে রাসেল। সেই বিধ্বংসী পারফরম্যান্সের পর ক্যারিবিয়ান তারকা ছাড়া আর কেউ ম্যাচের সেরা হতে পারতেন না। হয়েছেও সেটা। সাউদার্ন ব্রেভসের বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাসেল।
বৃহস্পতিবার সাউথহ্যাম্পটনে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাউদার্ন ব্রেভস। ফিল সল্ট এবং জস বাটলারের সৌজন্যে শুরুটা দারুণ করে ম্যাঞ্চেস্টার। ৪১ তম বলে প্রথম উইকেট হারান বাটলাররা। ২২ বলে ৩৮ রান করে আউট হয়ে যান সল্ট। সেইসময় ম্যাঞ্চেস্টারের স্কোর ছিল এক উইকেটে ৬৪ রান। তাতে অবশ্য বাটলার থামেননি। উলটোদিকে ওয়েন ম্যাডসেন ঠুকঠুক করে খেললেও ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক মেরে খেলতে থাকেন। তারইমধ্যে ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারায় ম্যাঞ্চেস্টার। ১২ বলে নয় রান করে আউট হন ম্যাডসেন।
আরও পড়ুন: The Hundred: চেষ্টা করেও জেতাতে পারলেন না নারিনরা, ম্যাচ বার করে নিয়ে গেলেন হেলস
বিধ্বংসী রাসেল
ম্যাডসেন আউট হওয়ার পর ক্রিজে আসেন রাসেল। বাটলারের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। তৃতীয় উইকেটে বাটলারের সঙ্গে ২৪ বলে ৫১ রান যোগ করেন। তার মধ্যে ১৩ বলে ২৯ রান করেন রাসেল। ১১ বলে ২০ রান যোগ করেন বাটলার। যিনি ১২ বল বাকি থাকতে আউট হয়ে যান। বাটলার (৪২ বলে ৬৮ রান) আউট হওয়ার পর ১০ টি বল খেলেন। সেই ১০ বলে ৩৫ রান করেন। শেষ সেটে তো পাঁচ বলে ২৪ রান (৬, ৪, ৬, ৪, ৪) করেন কেকেআর তারকা। শেষপর্যন্ত রাসেলের ২৩ বলে অপরাজিত ৬৪ রানের সুবাদে নির্ধারিত ১০০ বল শেষে তিন উইকেটে ১৮৮ রান তোলে ম্যাঞ্চেস্টার।
সেই রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি সাউদার্ন ব্রেভ। শুরু থেকেই মারকুটে ছন্দে খেলতে থাকেন সাউদার্ন অধিনায়ক জেমস ভিনস। কিন্তু নয় বলে ২০ রান করে অধিনায়ক আউট হওয়ার পরেই চাপে পড়ে যায় সাউদার্ন। লাগাতার ব্যবধানে উইকেট হারাতে থাকেন কুইন্টন ডি'ককরা। টিম ডেভিড, মার্ক স্টইনিসের মতো তারকারা থাকলেও কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত মাত্র ৮৪ বলে ১২০ রানে অলআউট হয়ে যায় সাউদার্ন। ডেভিডের উইকেট নেন রাসেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।