এক বছর স্থগিত থাকের পর অবশেষে শুরু হল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নতুন ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। ছেলে ও মেয়েদের ম্যাচগুলি ইংল্যান্ডে সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হবে। যদিও ভারতে কোনও চ্যানেলে দেখা যাবে না ম্যাচের সরাসরি সম্প্রচার। ভারতে দ্য হান্ড্রেডের খেলা দেখতে মোবাইলই ভরসা। দেখে নেওয়া যাক ভারতে কবে, কখন, কোথায় দেখা যাবে মাচের লাইভ স্ট্রিমিং।
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলি: দ্য হান্ড্রেডের ম্যাচগুলি ইংল্যান্ডের বিভিন্ন মাঠে খেলা হবে। উদ্বোধনী ম্যাচ আয়োজনের দায়িত্ব পায় ওভাল।
কখন শুরু হবে ম্যাচ: প্রথম ম্যাচ রাত ১১টায় শুরু হলেও দ্য হান্ড্রেডে মেয়েদের ম্যাচগুলি বিভিন্ন দিনে শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে ৩০ মিনিট, সন্ধ্য ৭টা, ৭টা ৩০ মিনিট ও রাত ৮টায়। ছেলেদের ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা, রাত ১০টা ৩০, ১১টা ও ১১টা ৩০ মিনিটে।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে খেলা: ভারতে কোনও চ্যালেনে ম্যাচের সরারি সম্প্রচার দেখা যাবে না।
অনলাইনে ও মোবাইলে কোথায় দেখা যাবে ম্যাচের লাইভ স্ট্রিমিং: FanCode অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।