বাংলা নিউজ > ময়দান > TNPL 2023 Auction: অজিদের ধমকে-চমকে এবার তামিলনাড়ু প্রিমিয়র লিগের নিলামের আসরে অশ্বিন, নতুন ভূমিকাতেও সুপারহিট

TNPL 2023 Auction: অজিদের ধমকে-চমকে এবার তামিলনাড়ু প্রিমিয়র লিগের নিলামের আসরে অশ্বিন, নতুন ভূমিকাতেও সুপারহিট

নিলামের টেবিলে রবিচন্দ্রন অশ্বিন। ছবি- টুইটার (@DindigulDragons)।

Tamil Nadu Premier League player Auction: তামিলনাড়ু প্রিমিয়র লিগের নিলামের আসরে দিন্ডিগুল ড্রাগনসের টেবিলে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে।

ইন্দোরে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ থেকে। দিল্লি টেস্টের পরে হাতে বেশ কয়েকদিন সময় থাকায় ভারতীয় ক্রিকেটাররা কার্যত ছুটির মেজাতে। যদিও নিতান্ত গা-ছাড়া মনোভাব নিয়ে হাত গুটিয়ে বসে নেই টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা। ব্যতিক্রমী নন রবিচন্দ্রন অশ্বিনও।

অশ্বিনকে জিমে রীতিমতো কসরৎ করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় তারকা স্পিনারকে দেখে স্পষ্ট বোঝা যায় যে, ফিটনেস নিয়ে কোনও আপোষ করতে রাজি নন তিনি। তবে এরই ফাঁকে নিজের রাজ্য সংস্থার টি-২০ লিগের প্রতিও দায়বদ্ধতা দেখান অশ্বিন।

বৃহস্পতিবার তামিলনাড়ু প্রিমিয়র লিগের নিলাম অনুষ্ঠিত হয়। এই প্রথমবার নিলামের মাধ্যমে দল গড়ে নেয় টিএনপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি। অশ্বিন গতবছর দিন্ডিগুল ড্রাগনসের হয়ে তামিলনাড়ু প্রিমিয়র লিগে মাঠে নামেন। এবছর নিলামের আগে অশ্বিনকে স্কোয়াডে ধরে রাখে ড্রাগসন। অশ্বিনকে ১০ লক্ষ টাকা দিয়ে ধরে রাখার পরে ড্রাগনসসের হাতে থাকে ৬০ লক্ষ টাকা।

আরও পড়ুন:- TNPL 2023 Auction: সস্তায় বিকোলেন বরুণ-নটরাজন-ওয়াশিংটন, তামিলনাড়ু প্রিমিয়র লিগে মোটা টাকা দাম পেলেন বিজয় শঙ্কর

তামিলনাড়ু প্রিমিয়র লিগের নিলামের আসরে দিন্ডিগুল ড্রাগনসের টেবিলে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিনকে। তিনি ক্রিকেটার হিসেবে মাঠে নামা ছাড়াও ফ্র্যাঞ্চাইজির হয়ে দল গড়ে নিতে বসেন। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ২টি টেস্টে অজিদের রীতিমতো ধমকে-চমকে কোণঠাসা করেন অশ্বিন। এবার নতুন ভূমিকাতেও সুপারহিট দেখায় রবিচন্দ্রনকে।

কেননা, নিলামের আসরে অত্যন্ত বিচক্ষণতা দেখায় ড্রাগনস। রবিচন্দ্রন অশ্বিনরা অতি সস্তায় জালে তুলে নেয় বরুণ চক্রবর্তীর মতো তারকাকে। মাত্র ৬ লক্ষ ৭৫ হাজার টাকায় কেকেআরের রহস্য স্পিনারকে দলে নেয় তারা। সুতরাং, আসন্ন টিএনপিএল মরশুমে একই দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে অশ্বিন ও বরুণকে।

আরও পড়ুন:- DY Patil T20 Cup: দীনেশ কার্তিকের ব্যর্থতা ঢেকে দলকে সেমিফাইনালে তুললেন যশ ধুল

নিলাম থেকে দিন্ডিগুল ড্রাগনস ৬ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় বাবা ইন্দ্রজিৎকে। সরবন কুমারের জন্য তারা খরচ করে ৬ লক্ষ ৬০ হাজার টাকা। সুবোধ কুমার ভাটিকে দলে নিতে ১০ লক্ষ ৪০ হাজার টাকা খরচ করতে হয় ড্রাগনসকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন