একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মহিলাদের বিজয়রথ থামানোর একটা সুযোগ এসেছিল ভারতীয় মহিলা দলের সামনে। কিন্তু শেষ ওভারে সেই সুযোগ হেলায় হারাল ঝুলন গোস্বামীরা। বাইশ গজের বাইরে সমালোচকরা প্রশ্ন করছেন, কী কারণে এমন ঘটল? জেতা ম্যাচ কী ভাবে মাঠে ছেড়ে আসল ভারতের মহিলা ক্রিকেট দল। তাদের প্রশ্ন তাহলে কি নিজের নার্ভ ফেল করলেন ভারতের অভিজ্ঞ বোলার ঝুলন গোস্বামী? নাকি ভাগ্যের জন্যই হারতে হল ভারতকে? তবে সমালোচকরা আরও একটা কারণ খুঁজে পেয়েছেন। তাদের যুক্তি শেয ওভারে আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্ত ম্যাচের ছবিটা বদলে দিয়েছে।
আসলে এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ভারত সাত উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ২৭৪ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়াও ভারতের রানকে ধরার জন্য প্রথম থেকে ম্যাচে ঝাঁপায়। কিন্তু লড়াই প্রতি লড়াইয়ের মাঝে পার্থক্য গড় দেয় বেথ মানির অপরাজিত ১৩৩ বলে ১২৫ রানের দুরন্ত ইনিংস।
তবে সবকিছুকে ছাপিয়ে যায় ঝুলন গোস্বামীর শেষ ওভার। যে কারণে এদিন এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করে ভারত। ম্যাচের শেষ ওভারের শেষ বলে একটা সময় অস্ট্রেলিয়ার জিততে হলে দরকার ছিল তিন রান। সেই সময় প্রতিপক্ষ ব্যটারকে একটি ফুলটস বল করেন ঝুলন। যা মারতে ব্যর্থ হন অজি ব্যাটার ক্যারে। সেই সময় ম্যাচ জয়ের উচ্ছাস শুরু করে দিয়েছিলেন মিতালি রাজরা। তবে সেই বল আম্পায়ার নো বল ডাকেন। ফলে আরও একটি বল পান অজি ব্যাটর। এবং শেষ বলে দু’রান নিয়ে সহজে ম্যাচ জিতে যান। কিন্তু ম্যাচ জিতলেও এই নো বল নিয়ে বিতর্ক থাকবেই। ধারাভাষ্যকাররাও এই নো বলের সমালোচনা করেন।
তবে সবকিছুকে ছাপিয়ে যায় ঝুলন গোস্বামীর শেষ ওভার। যে কারণে এদিন এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করে ভারত। ম্যাচের শেষ ওভারের শেষ বলে একটা সময় অস্ট্রেলিয়ার জিততে হলে দরকার ছিল তিন রান। সেই সময় প্রতিপক্ষ ব্যটারকে একটি ফুলটস বল করেন ঝুলন। যা মারতে ব্যর্থ হন অজি ব্যাটার ক্যারে। সেই সময় ম্যাচ জয়ের উচ্ছাস শুরু করে দিয়েছিলেন মিতালি রাজরা। তবে সেই বল আম্পায়ার নো বল ডাকেন। ফলে আরও একটি বল পান অজি ব্যাটর। এবং শেষ বলে দু’রান নিয়ে সহজে ম্যাচ জিতে যান। কিন্তু ম্যাচ জিতলেও এই নো বল নিয়ে বিতর্ক থাকবেই। ধারাভাষ্যকাররাও এই নো বলের সমালোচনা করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।