যুক্তরাষ্ট্র ওপেন কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডে চুড়ান্ত হতাশ করলেন ভারতীয় সিঙ্গেলস টেনিস তারকারা। সুমিত নাগাল, রামকুমার রামানাথন ও অঙ্কিতা রায়না, তিন ভারতীকেই এ বছর ফ্লাশিং মিডোয় দেখা যাবেনা। তিন সেটের লড়াইয়ে নাগাল, রায়না ও রামকুমার তিনজনেই একটি করে সেট জিতেও পরাজয়ের মুখ দেখেন।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে মূলপর্বে খেলার সুযোগ পেলেও বাকি দুই স্ল্যামে খেলা দেখা যায়নি নাগালকে। অলিম্পিক্সেও প্রথম রাউন্ডের ম্যাচ জিতলেও পরাজিত হতে হয়েছিল দানিল মেদভেদেভের কাছে। পরাজয়ের ধারা অব্যাহত যুক্তরাষ্ট্রেও। আর্জেন্তাইন হুয়ান পাবলো ফিকোভিচের বিরুদ্ধে দুই ঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে ৫-৭, ৬-৪, ৩-৬ ব্যবধানে নতি স্বীকার করেন নাগাল।
রামকুমার আবার প্রথম সেট জিতেও রাশিয়ার এভজিনি ডন্সকয়ের বিরুদ্ধে দুই ঘন্টা ৩৫ মিনিটের লম্বা লড়াইয়ের পর ম্যাচ হারেন। ম্য়াচের স্কোর ছিল ৬-৪, ৬-৭ (১), ৪-৬। প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে এটি রামকুমারের গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলসে পৌঁছানোর ২১তম প্রয়াস ছিল।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের জেমি লয়েবের বিরুদ্ধে ৩-৬ ব্যবধানে প্রথম সেট হারার পর দুরন্ত কামব্যাক করে ৬-২ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন অঙ্কিতা। তবে শেষ সেটে ৪-৬ হেরে বছরের শেষ গ্র্র্যান্ড স্লামে খেলার তাঁর আশা ভঙ্গ হয়। যুক্তরাষ্ট্র ওপেনে ভারতের হয়ে সিঙ্গেলস বিভাগে কেবল প্রাজনেশ গুণেশ্বরনই অবশিষ্ট রইলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।