লিগের খেলা শেষ। স্পষ্ট হয়ে গেল পয়েন্ট টেবিলের ছবিটা। নির্ধারিত হয়ে গেল কারা চলতি বিজয় হাজারে ট্রফির নক-আউটের টিকিট হাতে পেল।
৫টি গ্রুপের এক নম্বর দল সরাসরি কোয়ার্টার ফাইনালের ওঠে:-
১. এলিট-এ গ্রুপে ৭ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে এক নম্বরে থাকে সৌরাষ্ট্র। উত্তরপ্রদেশ, হায়দরাবাদ ও চণ্ডীগড়ের সংগ্রহেও রয়েছে ২০ পয়েন্ট করে। তবে নেট রান-রেটে এগিয়ে থাকার সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে সৌরাষ্ট্র।
২. এলিট-বি গ্রুপে ৭ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে এক নম্বরে থাকে কর্ণাটক। নেট রান-রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকে অসম (৭ ম্যাচে ২৪ পয়েন্ট)। তবে মুখোমুখি লড়াইয়ে কর্ণাটককে হারানোর সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে অসম।
৩. ৭ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে এলিট-সি গ্রুপের এক নম্বরে থাকে তামিলনাড়ু। তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।
৪. পঞ্জাব ৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এলিট-ডি গ্রুপের এক নম্বরে থাকে। স্বাভাবিকভাবেই তারা সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে।
৫. মহারাষ্ট্র ৬ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে এলিট-ই গ্রুপের এক নম্বরে থাকে। তারা কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পায়।
৫টি গ্রুপের দু'নম্বর দল প্রি-কোয়ার্টার ফাইনালের ওঠে:-
১. এলিট-এ গ্রুপ থেকে প্রি-কোয়ার্টারে ওঠে উত্তরপ্রদেশ। তাদের সংগৃহীত পয়েন্ট ৭ ম্যাচে ২০।
২. এলিট-বি গ্রুপ থেকে প্রি-কোয়ার্টারে ওঠে কর্ণাটক। তাদের সংগৃহীত পয়েন্ট ৭ ম্যাচে ২৪।
৩. এলিট-সি গ্রুপ থেকে প্রি-কোয়ার্টারে ওঠে কেরল। তাদের সংগৃহীত পয়েন্ট ৭ ম্যাচে ২০।
৪. এলিট-ডি গ্রুপ থেকে প্রি-কোয়ার্টারে ওঠে জম্মু-কাশ্মীর। তাদের সংগৃহীত পয়েন্ট ৬ ম্যাচে ২০।
৫. এলিট-ই গ্রুপ থেকে প্রি-কোয়ার্টারে ওঠে মুম্বই। তাদের সংগৃহীত পয়েন্ট ৬ ম্যাচে ১৬।
৫টি গ্রুপের মধ্যে সেরা তৃতীয় স্থানাধীকারী দল হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠে ঝাড়খণ্ড। পাঁচ গ্রুপের মধ্যে তিন নম্বরে থাকা মাত্র ২টি দল ২০ পয়েন্ট করে সংগ্রহ করে। তবে নেট রান-রেটে ঝাড়খণ্ড এগিয়ে থাকে চণ্ডীগড়ের থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।