কোনও রকম রাখঢাক না করে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা প্রখ্যাত ধারাভাষ্যকার রামিজ রাজা। এমনকি বিরাটকে আধুনিক রিচার্ডস আখ্যা দেন পাক তারকা।
ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব নিয়ে কথা বলার সময় রামিজের দাবি, দুই নবাগত ক্রিকেটার ভাগ্যবান য়ে, তাঁরা কোহলির উপস্থিতিতে প্রথমবার ব্যাট করার সুযোগ পেয়েছন। বিশেষ করে ইশান কিষাণ কেরিয়ারের শুরুতেই কোহলির সঙ্গে বড় রানের পার্টনারশিপ গড়ায় নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়বে বলেই মত রামিজের।
নিজের ইউটিউব চ্যানেলে রামিজ বলেন, ‘ও (ইশান কিষাণ) ভাগ্যবান যে, কোহলির সঙ্গে পার্টনারশিপ গড়তে পেরেছে। কারণ, বিরাট হল আধুনিক কিংবদন্তি এবং আমার মতে ও হল আধুনিক দিনের ভিভ রিচার্ডস। এটা নিশ্চিতভাবেই ইশান কিষাণকে আত্মবিশ্বাস জোগাবে এবং ভবিষ্যতে ওর কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা থাকবে।’
ইশানের ভূয়সী প্রশংসা করে রামিজ বলেন, ‘ইশানের মধ্যে বিস্তর সম্ভাবনা ও প্রতিভা রয়েছে। ওর পাওয়ার হিটিং অসাধারণ। উচ্চতা কম হলেও টাইমিং করে দারুণ। সেই সঙ্গে অফ ও লেগ সাইড, উভয় দিকেই শট খেলতে পারে এবং ছক্কা হাঁকায়। নিজের দিনে ও ম্যাচ বদলে দিতে পারে। অভিষেকে অসাধারণ হাফ-সেঞ্চুরি করেছে ইশান।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।