একটা সময় ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন যুজবেন্দ্র চাহাল। কিন্তু পারফরম্যান্সের অভাবে ভারতীয় দলের জায়গা হারান তিনি। কিন্তু স্কোয়ার্ডেই থাকতেন এই স্পিনার। যদিও পরে আবার কামব্যাক করেছেন তিনি। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি এই স্পিনার। চাহালের না থাকায় অনেকেই অবাক হন। নির্বাচকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যায়। যদিও সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত একেবারেই ভালো পারফরম্যান্স করেনি।
২০২১ বিশ্বকাপের স্মৃতি ভুলে যেতে চাইবে ভারতীয় দল। কারণ সেবার নকআউটেই জায়গা করে নিতে পারেনি টিম ইন্ডিয়ার। সেই বিশ্বকাপের স্মৃতি আর কেউ মনে করতে চায় না। এবার ফের একবার সেই স্মৃতি উসকে দিলেন ভারতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। অবশ্য তিনি সেই দলে ছিলেন না। স্বাভাবিক বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় তিনি বেশ হতাশ হন।
এবার সেই বিশ্বকাপের স্মৃতি টেনে এনে রণবীর আলাবাদিয়ার ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে চাহাল জানান, 'আমাকে যখন ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়া হল না, আমা স্বাভাবিক ভাবেই মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়ি। আমি বুঝে উঠতে পারছিলাম না কী করব। কেনই বা আমাকে দলে নেওয়া হল না। একাধিক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। তবে তার জন্য আমি খুব একটা প্রকাশ্যে কাঁদিনি। বার্থরুমে গিয়ে কেঁদেছিলাম। কারণ সেই সময়টা আমি মানসিক দিক থেকে ভেঙে পড়ি।'
এখানেই থেমে থাকেননি চাহাল। তিনি আরও বলেছেন, বিশেষ করে বিরাট কোহলির সম্পর্কে তিনি বলেন, 'আমাকে বেশ অবাক করে সেই ঘটনা। বিশেষ করে যে দলে বিরাট কোহলি অধিনায়ক। সে আমায় নিল না। কারণ আমি তাঁর অধিনায়কত্বে যেমন ভারতীয় দলে খেলেছি, তেমনই আইপিএলেও খেলেছি। ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক। কিন্তু তারপরও দলে না থাকায় আমি একটু দুঃখ পাই। কিন্তু তাঁর জন্য আমি কোনও দিন কাউকে একবারের জন্যও জিজ্ঞাসা করিনি কেন আমাকে ২০২১ বিশ্বকাপে দলে নেওয়া হয়নি। এমনকী আমি বিরাটকেও কোনও দিন এই নিয়ে কিছু জিজ্ঞাসা করিনি।'
এই ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারের সময় ভারতীয় দলের একাধিক প্রসঙ্গ তুলে এনেছেন। ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন, মাঠের মধ্যেই বা তিনি কেন সবার সঙ্গে মজা করতেন। একাধিক প্রসঙ্গ তিনি সেই সাক্ষাৎকারে তুলে ধরেছেন। এবার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে না থাকা নিয়ে মুখ খুললেন চাহাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।