বাংলা নিউজ > ময়দান > GT vs LSG: এটা কার সিদ্ধান্ত? GT-র কাছে মুখ থুবড়ে পড়ায় গম্ভীরদের তুলোধোনা করলেন সেহওয়াগ

GT vs LSG: এটা কার সিদ্ধান্ত? GT-র কাছে মুখ থুবড়ে পড়ায় গম্ভীরদের তুলোধোনা করলেন সেহওয়াগ

লখনউ টিম ম্যানেজমেন্ট নিয়ে মুখ খুললেন সেহওয়াগ। 

গুজরাট টাইটানসের বিরুদ্ধে হারের পর লখনউ সুপার জায়ান্টসের টিম ম্যানেজেমেন্টকে তুলোধোনা করলেন বীরেন্দ্র সেহওয়াগ। 

রবিবার ডবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয় গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে গুজরাট টাইটানস। দুর্দান্ত ব্যাট করেন ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল। ঋদ্ধি ১০টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ৮১ রান করেন। পাশাপাশি গিল ৫১ বলে ৯৪ রান করেন ২টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারির সৌজন্যে।

২২৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামলে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে থামতে হয় লখনউকে। ফলে এই ম্যাচ ৫৬ রানে জিতে নেয় গুজরাট টাইটানস। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার প্রথমেই রইল হার্দিক পান্ডিয়ার দল। এই ম্যাচে গুজরাট জিতলেও লখনউয়ের দল গঠন এবং ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। লখনউ অধিনায়ককে তুলোধোনা করলেন এই কিংবদন্তি।

কারণ গত ম্যাচে দেখা যায় তিন নম্বরে ব্যাট করতে নামেন দীপক হুডা। মাত্র ১১ বলে ১১ রান করে যান তিনি। সেহওয়াগ মনে করেন, দীপক হুডার পরিবর্তে ফর্মে থাকা কোনও ক্রিকেটারকে নামানো উচিত ছিল লখনউ টিম ম্যানেজমেন্টের। লখনউয়ের এই ব্যাটিং অর্ডার দেখে বেশ বিরক্তি প্রকাশ করেছেন বীরু। ক্রিকবাজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, '১০ ওভারে লখনউয়ের যখন ১০৪ রান তখন ম্যাচ জিততে হলেও অনেটাই রান প্রয়োজন। তখন যদি কোনও উইকেট পড়ে যায়, তাহলে ফর্মে থাকা কোনও ক্রিকেটারকে নামানো উচিত। বিশেষ করে নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, ক্রুণাল পান্ডিয়া নিজেও নামতে পারত। কিন্তু তা না করে অফ ফর্মে থাকা দীপক হুডাকে তিন নম্বরে ব্যাট করতে নামানো হল। আমি বুঝলাম না কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?'

এখানেই তিনি থেমে থাকেননি। বীরু আরও বলেন, 'যেই সময় হুডাকে নামানো হল, সেটা খুব গুরুত্বপূর্ণ সময়। প্রতি বলের রানের প্রয়োজন। কিন্তু হুডা ১১ বলে ১১ করে যাচ্ছে। সেখানে যদি নিকোলাস পুরানকে নামানো হত তাহলে অন্তত ২০ বলে ৫০ রান আসতে পারত। কিন্তু তা হয়নি। হুডাকে নামানোটাই ভূল হয়েছে। সেখানেই ম্যাচ হেরে গিয়েছে লখনউ। যদি তোমার হাতে ৫ ওভারে টার্গেট থাকে ১০০ রান, তাহলে সেই ম্যাচ জেতার জন্য না এগোনোই ভালো।' সেহওয়াগের এই দাবি মেনে নিয়েছেন আরও এক সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারি।

এদিন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে ব্যাট করতে নেমে আয়ূশ বাদোনী ১১ বলে ২১ রানের ইনিংস খেলেন। বীরু মনে করেন, বাদোনী যদি আরও আগে নামতেন আরও বেশি রান করতে পারত। সেহওয়াগ বলেন, 'বাদোনী ব্যাট করতে নেমে ১১ বলে ২১ রান করে। ও যদি একটু আগে নামত তাহলে আরও বেশি রান করতে পারত, যা দলের জন্য ভালো হত। কিন্তু তা হয়নি। এই ধরণের সিদ্ধান্ত কার? কোচ না অধিনায়কের? হুডাকে তিন নম্বরে নামানোর সিদ্ধান্ত নিল কে?' লখনউ টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সেহওয়াগ।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন