বাংলা নিউজ > ময়দান > Women's T20 WC: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন হরমন, সম্ভাবনা কম স্মৃতির, বলে দিলেন ব্যাটিং কোচ

Women's T20 WC: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন হরমন, সম্ভাবনা কম স্মৃতির, বলে দিলেন ব্যাটিং কোচ

হরমনপ্রীত পাকিস্তানের বিরুদ্ধে খেললেও, স্মৃতি অনিশ্চিত হয়ে পড়েছেন।

স্মৃতি মন্ধানার আঙুলের চোট রয়েছে। আঙুলে তাঁর চিড় ধরেছে। কানিতকর অবশ্য জানিয়ে দিয়েছেন, ভারতের সহ অধিনায়ক প্রথম ম্যাচে না খেললেও, দ্বিতীয় ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।

শুভব্রত মুখার্জি: রবিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে হরমনপ্রীত কাউরদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ম্যাচে ভারতের অন্যতম সেরা দুই ক্রিকেটার অধিনায়ক হরমনপ্রীত কাউরের খেলার বিষয়ে ইতিবাচক কথা শোনা গেলেও, স্মৃতি মন্ধানার খেলা নিয়ে সংশয় রয়েছে। ভারতের ব্যাটিং কোচ হৃষিকেশ কানিতকর জানিয়ে দিয়েছেন, হরমনপ্রীত বিশ্বকাপের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন। ভারত অধিনায়ক শেষ কয়েক দিন ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন এবং তিনি ম্যাচ ফিট আছেন বলেই জানিয়েছেন কানিতকর। তবে স্মৃতি মন্ধানার চোটের যা অবস্থা, তাতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সম্ভবত খেলা হবে না তাঁর।

আরও পড়ুন: ভারতে খেলতে হলে ফুটওয়ার্ক ঠিক রাখতে হবে- ঘুরিয়ে অজি ব্যাটারদের কটাক্ষ রোহিতের

মন্ধানার আঙুলের চোট রয়েছে। আঙুলে তাঁর চিড় ধরেছে। কানিতকর অবশ্য জানিয়ে দিয়েছেন, ভারতের সহ অধিনায়ক প্রথম ম্যাচে না খেললেও, দ্বিতীয় ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। তবে প্রথম ম্যাচে মন্ধানার না খেলার সঙ্গে তাঁর আঙুলে চিড় ধরার কোনও সম্পর্ক নেই। কানিতকর বলেছেন, ‘গত কালের ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট হরমন। স্মৃতির আঙুলে একটা চোট রয়েছে। ও এখন ওই চোট থেকে সেরে উঠছে। স্মৃতির পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার সম্ভাবনা কার্যত নেই। গত দু'দিন ধরে হরমন ব্যাট করেছে নেটে। ও এখন ফিট রয়েছে। আমার বিশ্বাস পরের ম্যাচে স্মৃতি খেলবে। ওর আঙুলে চোট রয়েছে। আশা করছি, পরের ম্যাচের আগেই ও সুস্থ হয়ে উঠবে।’

আরও পড়ুন: হাতে মলম লাগানোর জন্য জাদেজাকে শাস্তি, জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট দিল ICC

ভারতের দু'টি ওয়ার্ম আপ ম্যাচেই অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে হরমন খেলেননি। তাঁর বাঁ-কাঁধে একটা সমস্যা ছিল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালেই কাঁধের সমস্যা অনুভব করেন তিনি। অন্য দিকে ওয়ার্ম আপ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন মন্ধানা। উল্লেখ্য ২০১২ এবং ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। সাম্প্রতিক সময়ে মহিলাদের এশিয়া কাপেও ভারত হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। ভারতকে ১৩ রানে হারিয়েছিল পাকিস্তান দল। কানিতকর আরও যোগ করেন, ‘আপনি সব সময়ে আপনার সেরা এবং শক্তিশালী দলটাই খেলানোর চেষ্টা করবেন এটাই স্বাভাবিক। আমরা যদি ওদের (পাকিস্তানকে) চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে ধরি, তা হলে বলব, এর আগেও ওরা আমাদের বিরুদ্ধে ওদের শক্তিশালী দল খেলিয়েছে। যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি রয়েছি। দলের অন্দরের পরিস্থিতিও খুব ভালো রয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন