মেয়েদের আন্তর্জাতিক টি-২০'তে বিরল ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজিত চলতি ত্রিদেশীয় টি-২০ সিরিজে এমন এক নজির গড়ে ক্যারিবিয়ান দল, যা মোটেও স্বস্তি দেবে না তাদের। রেকর্ড বই তন্নতন্ন করে ঘেঁটেও অতীতে এমন ছবি আর কখনও দেখা গিয়েছে কিনা, তা খুঁজে পাওয়া মুশকিল হবে।
আসলে কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচের পাওয়ার প্লে-তে কোনও দল যত রান সংগ্রহ করে, মাত্র ১ বল করেই ঠিক তত রান খরচ করার ঘটনা সত্যিই বিরল। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে এমন হতাশাজনক নজির গড়েন ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ম্যাচের প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করে। দ্বিতীয় ওভারে কোনও রান না করেই ১টি উইকেট হারায় ক্য়ারিবিয়ান দল। তৃতীয় ওভারে ওঠে ৪ রান। চতুর্থ ও পঞ্চম ওভারে কোনও রান ওঠেনি। তবে ১টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ ওভারে বাই-হিসেবে ১ রান অতিরিক্তের খাতায় যোগ হয়। সুতরাং, পাওয়ার প্লে-র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২ উইকেটে ৬ রান।
দক্ষিণ আফ্রিকা পালটা ব্যাট করতে নামলে শানিকা ব্রুসের প্রথম বলেই চার মারেন লরা উলভার্ট। ঠিক তার পরেই টানা ২টি ওয়াইড বল করেন ব্রুস। সুতরাং, ১টি লিগাল ডেলিভারিতেই ৬ রান খরচ করে বসে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকা মোট ৮ রান সংগ্রহ করে। তারা পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান তোলে।
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৯৭ রান সংগ্রহ করে। হেইলি ম্য়াথিউজ দলের হয়ে সব থেকে বেশি ৩৪ রান করেন। এছাড়া ৩৩ রান সংগ্রহ করেন শাবিকা গজনবি।
আরও পড়ুন:- ICC ODI র্যাঙ্কিং-এ শুভমন গিলের ২০ ধাপ লাফ, শীর্ষস্থানে কে?
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৩.৪ ওভারে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ৯৮ রান সংগ্রহ করে নেয়। তাজমিন ব্রিটস ৫০ ও লরা উলভার্ট ৪২ রান করে নট-আউট থাকেন। এমন দাপুটে জয়ের পরেও ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে যায় দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে রয়েছে ভারত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।