ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতান মেগ ল্যানিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩৫ রানের অপরাজিত ইনিংসে অস্ট্রেলিয়াকে জয়ের পথে টেনে নিয়ে যান ক্যাপ্টেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে নিছক নিয়ম রক্ষার ম্যাচে হতাশ হতে হয় তাঁকে।
শুক্রবার ওয়েলিংটনে চলতি মহিলা বিশ্বকাপে নিজেদের শেষ লিগ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। তারা প্রথম ৬ ম্যাচ জিতে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেও শেষ ম্যাচে শক্তিশালী দল নিয়েই মাঠে নামে। উল্লেখযোগ্য বিষয় হল, এদিনই ৩০ বছরে পা দেন ল্যানিং। নিজের জন্মদিনে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন শূন্য রানে আউট হন। তাঁর দলকে রীতিমতো লড়াই করে জয় তুলে নিতে হয় ম্যাচে।
বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচে কমে দাঁড়ায় ৪৩ ওভার প্রতি ইনিংসে। টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তোলে। মুর্শিদা খাতুন ১২, শর্মিন আখতার ২৪, ফরজানা হক ৮, নিগার সুলতানা ৭, রুমনা আহমেদ ১৫, লতা মণ্ডল ৩৩, সালমা খাতুন অপরাজিত ১৫ ও নাহিদা আকতার অপরাজিত ৩ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন অ্যাশলেই গার্ডনার ও জেস জোনাসেন। ১টি করে উইকেট নিয়েছেন মেগান শুট ও অ্যানাবেল সাদারল্যান্ড। বাংলাদেশের প্রথম মহিলা ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের মাইনস্টোন টপকে যান ফরজানা।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া একসময় ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বসে। তারা দলগত ৭০ রানে ৫ উইকেট হারায়। শেষ পর্যন্ত ৩২.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৬ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৬৬ রানে অপরাজিত থাকেন বেথ মুনি। ২৬ রানে নট-আউট থাকেন সাদারল্যান্ড। অ্যালিসা হিলি ১৫, রাচেল হেইন্স ৭, মেগ ল্যানিং ০, তালিয়া ম্যাকগ্রা ৩ ও অ্যাশলেই গার্ডনার ১৩ রানে আউট হন। ৬৫ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। অপরাজিত থেকেই সেমিফাইনালে প্রবেশ করেন অজিরা। লিগের ৭ ম্যাচেই অস্ট্রেলিয়া জয় তুলে নেয়।
বাংলাদেশের হয়ে সালমা খাতুন ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নাহিদা ও রুমনা। বাংলাদেশের প্রথম মহিলা বোলার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রুমনা। ম্যাচের সেরা হয়েছেন বেথ মুনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।