মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে ওয়াংখেড়ে মাহেলা জয়াবর্ধনের ঘরের মাঠ। তবে এই ওয়াংখেড়েতে গড়া এক হতাশাজনক নজির এতদিন বয়ে বড়াতে হচ্ছিল জয়াবর্ধনেকে। অবশেষে ন্যাট সিভার সেই অভিশাপ থেকে মুক্তি দেন শ্রীলঙ্কান তারকাকে।
২০১১ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেও শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করতে পারেননি জয়াবর্ধনে। ভারতের কাছে হার মানতে হয় বিশ্বকাপ ফাইনালে। ছেলে অথবা মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে পরাজিত দলের হয়ে সব থেকে বেশি রান করার রেকর্ড গড়েছিলেন মাহেলা। এতদিনে শাপমুক্তি হল মুম্বই ইন্ডিয়ান্স কোচের।
আসলে ইংল্যান্ডের ন্যাট সিভার এবার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত শতরান করেন। তবে তাঁর দলকে ফাইনাল ম্যাচ হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। সিভার ১৪৮ রান করে অপরাজিত থাকেন। আস্ট্রেলিয়ার ৫ উইকেটে ৩৫৬ রানের জবাবে ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ২৮৫ রানে। ৭১ রানে ম্যাচ হারে ইংল্যান্ড। সপ্তমবারের মতো মেয়েদের ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া দলের হয়ে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলা ক্রিকেটারে পরিণত হন ন্যাট সিভার। তিনি ভেঙে দেন জয়াবর্ধনের রেকর্ড। মাহেলা ওয়াংখেড়েতে ২০১১ বিশ্বকাপের ফাইনালে ১০৩ রান করে অপরাজিত ছিলেন।
শুধু বিশ্বকাপ ফাইনালেই নয়, ন্যাট সিভার মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে ম্যাচ হারা দলের হয়ে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলারও রেকর্ড গড়েন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।