গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়ে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানের ব্যবধানে উড়িয়ে দিয়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতের তরফে জয়ের নায়ক দুই অভিজ্ঞ ব্যাটার স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কউর।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল আট উইকেটেক বিনিময়ে ৩১৭ রান তোলে। ১১৯ বলে ১২৩ রান করেন স্মৃতি মন্ধনা ও দলের সহ-অধিনায়িকা হরমনপ্রীত কউর ১০৭ বলে ১০৯ রান করেন। জবাবে স্নেহ রানার তিন উইকেট এবং মেঘনা সিংহের দুই উইকেটে ভর করে ১৬২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ম্যাচের সেরা হিসাবে স্মৃতির নাম ঘোষণা করা হয়। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক অভিনব দৃশ্য দেখা যায়।
সরকারিভাবে ম্যাচের সেরা স্মৃতি তাঁর সঙ্গে পুরস্কার নিতে হরমনপ্রীতকেও নিয়ে আসেন। তারকা মিডল অর্ডার ব্যাটারের সঙ্গে নিজের ম্যাচ সেরার পুরস্কারও ভাগ করে নেন। এরপরেই আইসিসিকে ট্রোল করতেও ভুললেন না তিনি। স্মৃতি বলেন, ‘হরমনও সমানভাবে এই পুরস্কারের দাবিদার। আমি নিশ্চিত যে আইসিসির কাছে আমাদের দুইজনকেই একটা করে (ম্যাচ সেরার) ট্রফি দেওয়ার মতো আর্থিক সামর্থ্য রয়েছে।’ বিশ্বকাপে দুই অভিজ্ঞ তারকার এই ফর্ম কিন্তু ভারতীয় সমর্থকদের স্বপ্ন দেখাবে।