বাংলা নিউজ > ময়দান > World Chess Championship 2023: ‘আমি কেঁদেই ফেলতাম’, ১০ বছরের কার্লসেন যুগে ইতি, দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন চিনা

World Chess Championship 2023: ‘আমি কেঁদেই ফেলতাম’, ১০ বছরের কার্লসেন যুগে ইতি, দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন চিনা

ডিং লিরেন। (ছবি সৌজন্যে এপি)

রাশিয়ার ৩২ বছরের গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াচচিকে টাইব্রেকারে হারিয়ে ২০২৩ সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন চিনের ৩০ বছরের গ্র্যান্ডমাস্টার ডিং লিরেন।

আনুষ্ঠানিকভাবে শেষ হল ম্যাগনাস কার্লসেনের যুগ। ১০ বছর পর নয়া বিশ্ব চ্যাম্পিয়ন পেল দাবা। রাশিয়ার ৩২ বছরের গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াচচিকে টাইব্রেকারে হারিয়ে ২০২৩ সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন চিনের ৩০ বছরের গ্র্যান্ডমাস্টার ডিং লিরেন। যিনি চিনের প্রথম দাবাডু় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন। তবে কার্লসেন যে এবার বিশ্ব দাবা চ্যাম্পিয়নে হেরে গিয়েছেন, তা নয়। বরং তিনি এবার নিজের খেতাব রক্ষার লড়াইয়ে নামেননি। যে ঘোষণা গত বছরেই ঘোষণা করে দিয়েছিলেন নরওয়ের কার্লসেন।

রবিবার কাজাখাস্তানের রাজধানী আস্থানায় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ১৪ টি গেমের পর ইয়ান এবং লিরেন সাত পয়েন্টে শেষ করেন। দু'জনেই তিনটি করে গেমে জেতেন। বাকি আটটি গেমের কোনও মীমাংসা হয়নি। টাইব্রেক পর্যায়ে নিজেদের চাল দেওয়ার জন্য মাত্র ২৫ মিনিট ছিল দুই ফাইনালিস্টের কাছে। সঙ্গে প্রতিটি চালের জন্য বাড়তি ১০ সেকেন্ড দেওয়া হয়েছিল। তিনটি ড্রয়ের পর চতুর্থ কুইক-ফায়ার গেমে জিতে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতার ছিনিয়ে নেন লিরেন।

আরও পড়ুন: PM Modi: 'কেউ পরাজিত নন, সকলে ভবিষ্যতের জয়ী', চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডের সূচনা মোদীর

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফয়সালা হওয়ার পরে দুই তারকাই আবেগতাড়িত হয়ে পড়েন। লিরেনের সঙ্গে হাত মিলিয়ে দ্রুত হল থেকে বেরিয়ে যান ইয়ান। অন্যদিকে, দাবার বোর্ডের সামনে বসে মাথায় হাত দিয়ে সেই মুহূর্তে ডুবে যান চিনের লিরেন। নিজেকে যেন বোঝাতে থাকেন যে তিনি সত্যিই দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছেন। প্রথম চিনা দাবাড়ু হিসেবে সেই নজির গড়েছেন। যে জয়ের ফলে দাবা দুনিয়ায় চিন বড়সড় শক্তি হয়ে উঠল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ নব্বইয়ের দশক থেকেই চিনের মহিলার দাবাড়ুরা ছড়ি ঘুরিয়েছেন।

আরও পড়ুন: 'নিজেকে খুন করতে ইচ্ছা করছিল, কিন্তু.', চেস অলিম্পিয়াডে সোনা জয় ১৬ বছরের গুকেশের

লিরেন বলেন, ‘আমি স্বস্তি পেলাম। যে মুহূর্তে ইয়ান ম্যাচটা ছেড়ে দেয়, সেটা আমার জন্য অত্যন্ত আবেগঘন মুহূর্ত ছিল। আমি নিজের আবেগকে সামলে রাখতে পারিনি। আমি নিজেকে জানি। আমি জানতাম যে আমি কেঁদে ফেলব এবং চোখের জল থামবে না। এটা আমার জন্য একটি কঠিন টুর্নামেন্ট ছিল।' 

তিনি আরও বলেন, ‘চার বছর থেকে আমি দাবা শিখতে শুরু করেছিলাম। দাবা খেলে, দাবা নিয়ে বিশ্লেষণ করে, বিভিন্ন উপায়ে আমার দাবা খেলার দক্ষতা বৃদ্ধির জন্য ২৬ বছর কাটিয়েছি। আমার মনে হয়, আমি সবকিছু করেছি। কখনও কখনও আমার মনে হত যে আমি দাবার প্রতি আসক্ত হয়ে পড়েছি। কারণ অনেক সময় টুর্নামেন্ট থাকত না।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.