বাংলা নিউজ > ময়দান > World Cup Qualifier: বাস ডি'লিডের ঝড়, স্কটিশদের হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেল ডাচেরা, গড়ল ইতিহাস

World Cup Qualifier: বাস ডি'লিডের ঝড়, স্কটিশদের হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেল ডাচেরা, গড়ল ইতিহাস

বিশ্বকাপের ছাড়পত্র পেল নেদারল্যান্ডস।

ব্যাটে-বলে তাণ্ডব চালালেন বাস ডি'লিড। আর তাঁর দাপটেই ৪৩ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস। আর তাতেই অঙ্কের কঠিন সমাধান মিলিয়ে পেয়ে গেল ভারতে আসার টিকিট। 

ইতিহাস লিখে ফেলল নেদারল্যান্ডস। স্কটল্যান্ডকে হারিয়ে ছাড়পত্র পেয়ে গেল বিশ্বকাপের মূল পর্বে খেলার। সেই সঙ্গে তারা গড়ে ফেলল ইতিহাস। ২০২৩ বিশ্বকাপে একমাত্র অ্যাসোসিয়েট টিম হিসেবে খেলবে নেদারল্যান্ডস। আর এটা সম্ভব হল একমাত্র বাস ডি'লিডের ঝোড়ো ইনিংসের সৌজন্যে। ৪৩ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় কমলা ব্রিগেড। আর তাতেই অঙ্কের কঠিন সমাধান মিলিয়ে তারাই পেয়ে যায় ভারতে আসার টিকিট।

এক ম্যাচ আগেই ৩১ রানে ম্যাচ জিতে জিম্বাবোয়েকে লড়াই থেকে ছিটকে দিয়েছিল স্কটল্যান্ড। নেদারল্যান্ডস ম্যাচের আগে অ্যাডভান্টেজ ছিল তারাই। হারলেও বিশ্বকাপের ছাড়পত্র পাওয়ার সুযোগ থাকত, যদি কম ব্যবধানে হারত। কিন্তু অঙ্কের যাবতীয় হিসেব পাল্টে দিল নেদারল্যান্ডসের বাস ডি'লিড। তাঁর দাপুটে বোলিং এবং ঝোড়ো ব্যাটিংয়ের হাত ধরেই রানরেটে এগিয়ে থেকে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল কমলা ব্রিগেড। স্কটিশদের সঙ্গে তাদের পয়েন্ট সমান। ৬ করেই পয়েন্ট দুই দলের। কিন্তু রানরেটে এগিয়ে থাকার সুবাদে বাজিমাত করল ডাচেরা।

আরও পড়ুন: গলি থেকে রাজপথ- ধার করা ব্যাটে সেঞ্চুরি থেকে জাতীয় দলে সুযোগ, লড়াইটা খুব কঠিন ছিল তিলকের

নেদারল্যান্ডস শেষ বার ২০১১ সালে ওডিআই বিশ্বকাপে অংশ নিয়েছিল।কাকতালীয় হলেও, সে বারও টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হয়েছিল। এবার আবার ১২ বছর বাদে ভারতে অনুষ্ঠিত হচ্ছে ওডিআই বিশ্বকাপ। আর তাতে ১০ নম্বর দল হিসেবে জায়গা করে নিল নেদারল্যান্ডস। তারা বিশ্বকাপের ১৯৯৬, ২০০৩ এবং ২০০৭ সংস্করণেও অংশ নিয়েছে।

বৃহস্পতিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল স্কটল্যান্ড। শুরুতেই তারা ধাক্কা খায়। প্রথম ওভারেই ম্যাথু ক্রসের (০) উইকেট হারিয়ে বসে স্কটিশরা। তবে আর এক ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডকে নিয়ে তিনে নেমে ব্রেন্ডন ম্যাকমুলেন দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ম্যাকব্র্যাইড ৩৮ বলে ৩২ করে আউট হয়ে যান। এর পর চারে নেমে জর্জ মুন্সিও (৯) ক্রিজে বেশীক্ষণ স্থায়ী হতে পারেননি। তবে রিচি বেরিংটনকে নিয়ে ২০০ পার করিয়ে দেন ম্যাকমুলেন। ম্যাকমুলেন দুরন্ত সেঞ্চুরি হাঁকান। ১১০ বলে ১০৯ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার এবং ৩টি ছয়।

আরও পড়ুন: হাল ছাড়ার ছেলে ও নয়, আরও পরিশ্রম করবে- রিঙ্কুর মনের হাল জানালেন তাঁর কোচ

চতুর্থ উইকেটে তারা ১৩৭ রান যোগ করেন। ৮৪ বলে ৬৪ রান করেন স্কটিশ অধিনায়ক। এছাড়া টমাস ম্যাকিন্টোশ ২৮ বলে অপরাজিত ৩৮ রান করেছেন। যার জেরে ২৫০ রানের গণ্ডি টপকায় স্কটল্যান্ড। ক্রিস গ্রিভস করেন ১৫ বলে ১৮ রান। নির্দিষ্ট ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে স্কটিশরা। বাস ডি'লিড একাই ৫ উইকেট তুলে নেন। রায়ান ক্লেইন ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নেন লোগান ভ্যান বিক।

জবাবে ব্যাট করতে নেমে ফের বাস ডি'লিডের বিস্ফোরণ। বলের পর ব্যাট হাতেও সুনামী বইয়ে দেন বাস ডি'লিড। নেদারল্যান্ডস রান তাড়া করতে নেমে শুরুতে একটু নড়বড় করছিল। তবে বাস ডি'লিডের ঝড়ে স্কটিশদের বিশ্বকাপে খেলার আশা একেবারে ধুইয়েমুছে গেল। চারে নেমে ৯২ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাস ডি'লিড। হাঁকান সাতটি চার, ৫টি ছক্কা। তাঁর হাত ধরেই জয়ের ভিত মজবুত করে নেদারল্যান্ডস।

ওপেন করতে নেমে ভারতীয় বংশোদ্ভূত বিক্রমজিৎ সিং ৪৯ বলে ৪০ করেন। পঞ্জাবের ছেলে ভারতের মাটিতে ডাচদের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে গেলেন। যেটা নিঃসন্দেহে বড় প্রাপ্তি বিক্রমজিতের। এছাড়া সাকিব জুলফিকার ৩২ বলে অপরাজিত ৩৩ রান করেছেন। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ২৩ বলে ২৫ রান করেন। ৩৪ বলে ২০ রান করেন ম্যাক্স ও'দাউদ। ৪২.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান করে নেদারল্যান্ডস। ৪ উইকেটে তারা জয় ছিনিয়ে নেয়। স্কটল্যান্ডের মাইকেল লিস্ক ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন ম্যাকমুলেন, মার্ক ওয়াট এবং ক্রিস গ্রিভস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘উচ্চ শিক্ষিত মেয়েকে বিয়ে করার ভুল করবেন না’! ভাইরাল টিপস নিয়ে চটল নেটপাড়া আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগে কাটল জট, হাইকোর্টের নির্দেশে হবে বিপুল চাকরি দায়িত্ব নিয়েই বাবর আজমদের জন্য বিশেষ বার্তা দিলেন পাকিস্তান দলের নতুন কোচ ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত আর চান না বাবা-মা, নির্দেশ প্রত্যাহার গলায় গেরুয়া উত্তরীয়, অযোধ্য়া রাম মন্দির দর্শনে আকাশ আম্বানি দুর্নীতির অভিযোগে বিপাকে প্রথম করোনা ভ্যাকসিন আবিস্কারক! কঠোর ব্যবস্থা নিল চিন ‘সেন্ড অফ’-র পরে ১ ম্যাচ ব্যান KKR পেসারকে! নেটপাড়া বলল সেলিব্রেশনও করবে না? পারফরম্যান্সে প্রথম SSKM, জেলার দখলে ২য়-৩য় স্থান, পিছিয়ে কলকাতার হাসপাতাল মার্কস চাইলে যৌন সম্পর্ক কর, ছাত্রীদের প্রস্তাব দেওয়া মহিলা টিচারের দশ বছরের জেল মলদ্বীপের নাগরিকদের সঙ্গে ভারতীয়দের মারপিট ওই দেশেই, আহত ২

Latest IPL News

‘সেন্ড অফ’-র পরে ১ ম্যাচ ব্যান KKR পেসারকে! নেটপাড়া বলল সেলিব্রেশনও করবে না? IPL -এর ইতিহাসে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন কুলদীপ যাদব বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ, অধিনায়ক লোকেশ রাহুলের পাশে থাকার বার্তা LSG-র T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায় T20 WC-এর জন্য ইংল্যান্ড দল ঘোষণা হতেই চাপে KKR ও RR! মাথায় হাত শ্রেয়স-সঞ্জুদের RCB-র নেটে ‘নতুন বুমরাহ’! চিনে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণ বোলারকে ‘অত নাচতে হবে না’… হঠাৎ কেন চিয়ার লিডারদের উদ্দেশ্যে এমন বললেন নাইট ক্রিকেটার? T20 World Cup-এবারের বিশ্বকাপের স্কোয়াডে একজনকে দেখতে চাই…কার কথা বললেন কিং খান? IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.