ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) একেবারে বদলে দিয়েছে রিঙ্কু সিং-এর জীবন। আলিগড়ের রাস্তা থেকে একেবারে রাজপথে এসে দাঁড়িয়েছেন রিঙ্কু। ২৫ বছরের তারকা সবচেয়ে বেশি নজর কেড়ে নেন ২০২৩ আইপিএলে গুজরাট টাইটান্সের বোলার যশ দয়ালকে ম্যাচের শেষ ওভারে পরপর ৫টি ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে অসাধ্য সাধন করে। এর পর ফিনিশার হিসেবে রিঙ্কু বারেবারে নজর কেড়েছেন। এবং বাঁ-হাতি ব্যাটসম্যানকে জাতীয় দলে নেওয়ার জন্য এবং বিসিসিআই-এর চুক্তির আওতায় আনার জন্য সরব হয়েছেন অনেকেই।
আইপিএলের ১৪টি ম্যাচে কেকেআর খুব ভালো পারফরম্যান্স করতে না পারলেও, রিঙ্কু কিন্তু মরশুমের সর্বোচ্চ স্কোরাদের গোলদাতাদের মধ্যে ন' নম্বরে শেষ করেন। সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে, ৫৯.২৫ গড়ে ৪৭৪ রান করেন তিনি। তাঁর পারফরম্যান্স দেখে বিশেষজ্ঞরাও মনে করেছিলেন, তাঁকে শীঘ্রই জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। রিঙ্কু নিজেও মনে করেছিলেন ওয়েস্ট ইন্ডিজে সফরের সংক্ষিপ্ত ওভারের সিরিজে তিনি হয়তো সুযোগ পাবেনষ কিন্তু সেটা না হওয়ায় স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়েছেন কেকেআর তারকা।
বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দলে রিঙ্কুর নাম নেই। নির্বাচকেরা হায়দরাবাদের তিলক বর্মা এবং মুম্বইয়ের ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালকে প্রথম বার টি-টোয়েন্টি দলে সুযোগ দিয়েছেন। যশস্বী অবশ্য ইতিমধ্যেই টেস্ট সিরিজের জন্য বার্বাডোজে রয়েছেন।
রিঙ্কু সুযোগ না পাওয়ায় তাঁর কোচ মাসুদ আমিনি অবশ্য কিছুটা হতাশ। তবে তিনি এটাই বিশ্বাস করেন যে, এখানেই রাস্তা শেষ নয়। News18-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনি বলেছেন, ‘এটা ভালো যে কিছু নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু রিঙ্কুরও সেই দলে থাকা উচিত ছিল বলে আমি মনে করি।’
একজন প্রশিক্ষক তাঁর ছাত্রকে কারোর চেয়ে ভালো জানেন না এবং আমিনিও বিশ্বাস করেন যে, রিঙ্কু এতে হাল ছাড়বেন না। পরিবর্তে, তিনি আরও পরিশ্রম করবেন। কঠোর লড়াই করবেন। আমিনি বলেওছেন, ‘ও অবশ্যই হতাশ হবে। তবে সুযোহ না পেয়ে ভেঙে পড়ার ছেলে নয় ও। ও বরং বলবে, কিছু যায় আসে না, আরও পরিশ্রম করব। ও হাল ছাড়বে না। ও কঠোর পরিশ্রম করবে, এবং আরও ভালো খেলার চেষ্টা করবে। আমি মনে করি ও বুঝতে পারবে, ভারতীয় দলে ও কেন সুযোগ পায়নি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।