বাংলা নিউজ > ময়দান > WTC Final Qualification Scenario: সম্ভাবনা রয়েছে ছিটকে যাওয়ার, দেখুন কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে ভারত

WTC Final Qualification Scenario: সম্ভাবনা রয়েছে ছিটকে যাওয়ার, দেখুন কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে ভারত

বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি- পিটিআই।

ICC World Test Championship Final Qualification Scenario: আমদাবাদ টেস্টেও টিম ইন্ডিয়া হেরে বসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা খোলা থাকবে কি? দেখে নিন সমীকরণ।

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কঠিন করে তুলল ভারত। এমনটা নয় যে, রোহিতদের সরাসরি ফাইনালে ওঠার সুযোগ নেই। বরং নিজেদের দমে এখনও খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পেতে পারে টিম ইন্ডিয়া। তবে ফাইনালের দৌড় থেকে ভারতের ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বিস্তর।

ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া:-
ইন্দোর টেস্টে ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজের একটি ম্যাচ ড্র করলেই ফাইনালে ওঠা নিশ্চিত ছিল অজিদের। তবে তারা একটি ম্যাচ জিতে বাকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় নিজেদের।

দ্বিতীয় দল হিসেবে ফাইনালের ওঠার দৌড়ে রয়েছে কারা:-
টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত একটি ম্যাচ বাকি রয়েছে দক্ষিণ আফ্রিকার। তবে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা নেই। এই অবস্থায় দ্বিতীয় দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা।

কীভাবে সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারত:-
অস্ট্রেলিয়াকে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টে হারালে ভারত সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:- IND vs AUS: ব্যাটিং ব্যর্থতা থেকে ক্যাপ্টেনের ভুলভাল সিদ্ধান্ত, ইন্দোর টেস্টে কেন হারতে হল ভারতকে?

কীভাবে ফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে পারে ভারত:-
ভারত যদি আমদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বা টেস্ট ড্র করে এবং শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ড সফরে তাদের শেষ ২টি টেস্ট জিতে যায়, তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা হবে না রোহিতদের। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

ভারত আমদাবাদ টেস্ট হেরে বা ড্র করেও কীভাবে ফাইনালে উঠতে পারে:-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট হেরে বা ড্র করেও ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে। যদিও সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে। শ্রীলঙ্কা যদি কোনও একটি টেস্ট হারে বা ড্র করে, তাহলে ভারত আমদাবাদ টেস্ট হেরেও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে।

আরও পড়ুন:- WTC Points Table: ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া, রাস্তা কঠিন হল রোহিতদের

শ্রীলঙ্কার ফাইনালে ওঠার সম্ভাবনা কতটা:-
শ্রীলঙ্কার নিজেদের দমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা নেই। প্রথমত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্টই জিততে হবে শ্রীলঙ্কাকে। কোনও টেস্ট হারলে বা ড্র করলে চলবে না। তার উপর ভারতকে তাদের শেষ টেস্ট অস্ট্রেলিয়ার কাছে হারতে হবে। অর্থাৎ নিজেরা কোনও টেস্ট হারলেও বিদায় নিশ্চিত শ্রীলঙ্কার, আবার ভারত জিতলেও ছিটকে যেতে হবে সিংহলিদের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন