WPL stars playing Holi: জমিয়ে হোলি খেললেন উইমেন্স প্রিমিয়র লিগের তারকারা। ভারতীয় খেলোয়াড়দের পাশাপাশি রঙের উৎসবে মেতে ওঠেন এলিস পেরি, হেথার নাইটদের মতো বিদেশি খেলোয়াড়রা। ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়দের হোলি খেলার ছবি দেখে নিন -
1/8হোলি উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অস্ট্রেলিয়ার তারকা এলিস পেরি। বিশ্ব ক্রিকেটের দুই তারকা সোফি ডিভাইন (নিউজিল্যান্ডের অধিনায়ক) এবং মেগান স্কাটের (অস্ট্রেলিয়ার তারকা পেসার) সঙ্গে ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘ভারতের সকলকে হোলির শুভেচ্ছা।’ (ছবি সৌজন্যে, টুইটার @EllysePerry)
2/8বিশ্ব ক্রিকেটের আরও দুই সুপারস্টারের (ডিভাইন এবং স্কাট) সঙ্গে অজি তারকা পেরি যে ছবি পোস্ট করেন, তা নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন নেটিজেনরা। অনেকে তো বলতে থাকেন, 'হে ভগবান! আজ টুইটার ডাউন হয়ে যাবে।' (ছবি সৌজন্যে টুইটার)
3/8দুই ভারতীয় তারকা - স্মৃতি মন্ধানা এবং রিচা ঘোষের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। যিনি উইমেন্স প্রিমিয়র লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (আরসিবি) খেলেন। আরসিবির দুই সতীর্থের সঙ্গে হোলির ছবি পোস্ট করেন নাইট। (ছবি সৌজন্যে, টুইটার @Heatherknight55)
4/8রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের শিবিরে আরও জমিয়ে হোলি খেলেন নাইট। সঙ্গে টুইটারে ইংল্যান্ডের অধিনায়ক নাইট লেখেন, ‘হ্যাপি হোলি (শুভ দোল)।’ (ছবি সৌজন্যে, টুইটার @Heatherknight55)
5/8লরেন বেল: রঙের উৎসব থেকে নিজেকে দূরে রাখতে পারেননি ইংল্যান্ডের খেলোয়াড়। যিনি উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারির্সের হয়ে খেলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হোলি খেলার ছবি পোস্ট করেন ইংরেজ খেলোয়াড়। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম l.belll_)
6/8উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম দুটি ম্যাচে হেরে গেলেও আরসিবি শিবিরে জমিয়ে হোলি উদযাপন করা হয়। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বড় হারের পরদিন মুম্বইয়ের হোটেলে হোলি পালন করেন আরসিবির তারকারা। যে ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম vanithavr)
7/8একইসুরে আরও কয়েকজন নেটিজেন বলেছেন, ‘RIP টুইটার’। অর্থাৎ এলিসা পেরিদের ছবির জেরে টুইটারে এমন ঝড় উঠবে যে মাইক্রোব্লগিং সাইট বসে যাবে বলে বোঝাতে চেয়েছেন নেটিজেনরা। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে। (ছবি সৌজন্যে, ফেসবুক @RoyalChallengersBangalore)
8/8হোলি উদযাপনের ছবি পোস্ট করেন তাহিলা ম্যাকগ্রাথও। রং মেখে ইউপি ওয়ারির্সের অধিনায়ক এবং অস্ট্রেলিয়ার সতীর্থ অ্যালিসা হিলির সঙ্গে ছবি পোস্ট করেন অজি তারকা। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম tahlia.mcgrath এবং টুইটার)