আমাদের দৈনন্দিন চলাফেরার পথে, পত্র-পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সকলেই কম বেশি নানান ধরনের জালিয়াতির সঙ্গে পরিচিত। বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে শুধুমাত্র জালিয়াতির পদ্ধতি পরিবর্তন করেছে প্রতারকরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার সময় আমরা নিজেদের সুবিধার মত পাসওয়ার্ড দিয়ে থাকি নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য। বর্তমানে বেশিরভাগ জালিয়াতি লক্ষ্য করা যাচ্ছে এই অ্যাকাউন্টগুলি নিয়ে। আমাদের দেওয়া খুব সাধারণ পাসওয়ার্ড খুব সহজেই হ্যাক করে প্রতারকরা তাদের প্রতারণা চালিয়ে যাচ্ছে। এই প্রতারণা থেকে মুক্তির জন্য শক্তিশালী পাসওয়ার্ডের সঙ্গে সঙ্গে সচেতনতাও দরকার।
(আরও পড়ুন: সাধুদের ভিড়ে গমগম করছে বাবুঘাট চত্বর, সাগরে পুণ্যস্নানের লগ্ন নতুন বছরেই)
নর্ডপাসের (NordPass) একটি সমীক্ষায় দেখা গেছে যে মানুষ পাসওয়ার্ড মনে রাখার সুবিধার জন্য এমন সহজ কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, যেটি প্রতারকরা খুব সহজেই হ্যাক করতে পারে। সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড হিসাবে যেটি সমীক্ষায় উঠে এসেছে, সেটি হল ১২৩৪৫৬। সমীক্ষায় দেখা গেছে যে অনেক মানুষ নিজেদের পাসওয়ার্ডের জন্য এই নম্বর সিরিজটিকে বেছে নেন।
এই গবেষণাটিতে ২৫টি সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড হাইলাইট করেছে নর্ডপাসের সমীক্ষকরা। এই তালিকায় যে সকল পাসওয়ার্ড রয়েছে সেগুলো হল:
১)123455
২) Admin
৩)12345678
৪)1238456789
৫)1234
৬)12345
৭) password
8)123
৯)Aa123456
১০)12345678901
১১) unknown
১২)1234567
১৩)123123
১৪)111111
১৫) password123
১৬)12345678910
১৭)000000
১৮)admin123
১৯)********
২০)users
২১)1111
২২)P@ssw0rd
২৩)Main
২৪)654321
২৫)quarty
(আরও পড়ুন: আসানসোল থেকে দক্ষিণবঙ্গে ‘কুয়াশা যখন’, বর্ষশেষে আবহাওয়ার তারতম্যে শীতের আমেজ)
বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার জালিয়াতি থেকে নিজের অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। আপনার পাসওয়ার্ডটিতে কম করে ২০টি অক্ষর ব্যবহার করুন, পাসওয়ার্ডটিতে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে মিশিয়ে রাখুন, পাসওয়ার্ডটিতে সংখ্যা এবং বিশেষ চিহ্নগুলি ব্যবহার করুন৷ পাসওয়ার্ড নির্বাচন করার সময় আপনার জন্মদিন, আপনার নাম বা খুব সাধারণ শব্দ এড়িয়ে চলুন। এছাড়া আপনার পাসওয়ার্ডের নিরাপত্তা বজায় রাখতে অপরিচিত লোকদের সঙ্গে আপনার পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন।