জনপ্রিয় পডকাস্ট হোস্ট লিজ হুইলার আলোচ্য টুইটটি করে... more
জনপ্রিয় পডকাস্ট হোস্ট লিজ হুইলার আলোচ্য টুইটটি করেন। তাতে তিনি লেখেন, 'যদি অ্যাপেল এবং গুগল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটার সরিয়ে দেয়, সেক্ষেত্রে ইলন মাস্কের নিজের স্মার্টফোন তৈরি করা উচিত্।
1/5অ্যাপল ও গুগল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটার সরিয়ে দিলেই ভয় নেই। তখন নিজেদেরই স্মার্টফোন আনব। এমনটাই বললেন ইলন মাস্ক। সম্প্রতি এক টুইটার থ্রেডে অ্যাপেল ও গুগলের এই বিষয়ে আলোচনার সম্ভাবনার উল্লেক করা হয়। আর তাতেই এই কমেন্ট করেন টুইটারের নয়া কর্তা। তাঁর সাফ বক্তব্য, দুই প্ল্যাটফর্ম থেকে টুইটার ডিলিট করা হলে, তিনি নিজেই স্মার্টফোনের বাজারে প্রবেশ করবেন। ফাইল ছবি: রয়টার্স (AFP)
2/5তবে ইলন মাস্ক এটিও বলেছেন যে, 'আমি সত্যি কামনা করি যাতে তেমনটা না হয়। কিন্তু হ্যাঁ, যদি সত্যিই আর কোনও উপায় না থাকে, সেক্ষেত্রে আমি একটি বিকল্প ফোন তৈরি করব।' ফাইল ছবি: টুইটার (AFP)
3/5জনপ্রিয় পডকাস্ট হোস্ট লিজ হুইলার আলোচ্য টুইটটি করেন। তাতে তিনি লেখেন, ‘যদি অ্যাপেল এবং গুগল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটার সরিয়ে দেয়, সেক্ষেত্রে ইলন মাস্কের নিজের স্মার্টফোন তৈরি করা উচিত্। দেশের অর্ধেক মানুষই খুশি মনে তাদের পক্ষপাতদুষ্ট, নাক গলানো স্বভাবের আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহার করা ছেড়ে দেবেন। লোকটা মঙ্গলে যাওয়ার জন্য রকেট তৈরি করে, তার কাছে তো একটি ছোট্ট বোকা বোকা স্মার্টফোন বানানো অনেক সহজ হবে, তাই না? ফাইল ছবি: টুইটার (AFP)
4/5বর্তমানে, ইলেকট্রিক গাড়ি, মহাকাশ অভিযান ও সদ্য সোশ্যাল মিডিয়াই ইলন মাস্কের মূল ব্যবসায়িক পোর্টফোলিও। এরপর কি তবে স্মার্টফোন এবং তার অপারেটিং সিস্টেমের জগতেও তিনি প্রবেশ করবেন? তাঁর সেই কমেন্ট থেকে জোরালো হয়েছে জল্পনা। ফাইল ছবি : টুইটার (AFP)
5/5বিশেষজ্ঞরা বলছেন, ইলন মাস্কের মতো ধনী ব্যক্তির পক্ষে নতুন অপারেটিং সিস্টেম ও ফোন তৈরি করা কোনও ব্যাপারই নয়। তবে আসল চ্যালেঞ্জ হল এর ক্রেতা জোগাড় করা। কারণ বর্তমানে বাজারে স্মার্টফোন বলতেই অ্যান্ড্রয়েড নয়তো আইওএস। ফলে এই 'ডুয়োপলি'র বাজারে নতুন ক্রেতাদের একেবারে অপরিচিত একটি অপারেটিং সিস্টেমে সুইচ করানো মোটেও সহজ নয়। ফাইল ছবি: এএফপি (AFP)