শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল। জোরকদমে কেনাকাটা শুরু হয়েছে। যে সেলে বরাবরই বিশেষ নজর থাকে স্মার্টফোনের দিকে। এবারও সেলে স্মার্টফোনে ব্যাপক ছাড় দেওয়া হচ্ছে। সেইমতো ২০,০০০ টাকার নীচে সেরা ফোনের ডিল দেখে নিন এখানে -
Oppo K10
যাবতীয় ছাড় ধরে ১১,৯৯০ টাকায় পেতে পারেন Oppo K10। গ্রাহকরা ৪,০০৯ টাকা পর্যন্ত স্পেশাল ক্যাশব্যাক পেতে পারেন। সেইসঙ্গে পুরনো স্মার্টফোনের পরিবর্তে Oppo K10 পাবেন। সর্বোচ্চ 'এক্সচেঞ্জ অফার' হিসেবে ১৪,৯৯০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা।
(Oppo K10 ফোনের Flipkart লিঙ্ক - ক্লিক করুন এখানে)
Redmi Note 10 Pro Max
আসল দাম ২২,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট সেলে ১৭,৯৯৯ টাকায় Redmi Note 10 Pro Max ফোন (১২৮ GB স্টোরেজ, ৬ GB RAM) কিনতে পারবেন। অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন (১০ শতাংশ ছাড়)।
(Redmi Note 10 Pro Max ফোনের Flipkart লিঙ্ক - ক্লিক করুন এখানে)
Xiaomi 11i Hypercharge 5G
আদতে ফোনের দাম ৩১,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে ২৪,৯৯৯ টাকায় Xiaomi 11i Hypercharge 5G (১২৮ GB স্টোরেজ, ৬ GB RAM) কিনতে পারবেন। সঙ্গে অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে (১০ শতাংশ ছাড়)। 'এক্সচেঞ্জ অফার'-ও আছে। সর্বোচ্চ ১৬,৫০০ পাবেন 'এক্সচেঞ্জ অফার'-এ। অর্থাৎ ১২,০০০ টাকায় ফোন পেতে পারেন।
(Xiaomi 11i Hypercharge 5G ফোনের Flipkart লিঙ্ক - ক্লিক করুন এখানে)
Samsung Galaxy F23 5G
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে ১৩,৪৯৯ টাকায় পেতে পারেন। যে ফোনের আসল দাম ২৩,৯৯৯ টাকা। সেইসঙ্গে Samsung Galaxy F23 5G (১২৮ GB স্টোরেজ, ৬ GB RAM) ফোন কিনতে ১,৫০০ টাকা পর্যন্ত অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ছাড় পাবেন (১০ শতাংশ ছাড়)। পুরনো ফোন পালটেও Samsung Galaxy F23 5G কেনার সুযোগ আছে। 'এক্সচেঞ্জ অফার' বাবদ ১২,৮৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
(Samsung Galaxy F23 5G ফোনের Flipkart লিঙ্ক - ক্লিক করুন এখানে)
Motorola g52
১৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন Motorola g52 স্মার্টফোন (১২৮ GB স্টোরেজ, ৬ GB RAM)। যে ফোনের আসল দাম ১৯,৯৯৯ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন (১০ শতাংশ ছাড়)। সেইসঙ্গে এক্সচেঞ্জ অফার হিসেবে ১৩,৪৫০ টাকা পর্যন্ত গ্রাহকরা ছাড় পাবেন।
(Motorola g52 ফোনের Flipkart লিঙ্ক - ক্লিক করুন এখানে)
কতদিন চলবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Days Sale 2022)?
আজ থেকে ফ্লিপকার্টে সেল শুরু হয়েছে। তা চলবে দুর্গাপুজোর পঞ্চমী (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত।