বাংলা নিউজ > টেকটক > Ola-র পর Pure EV স্কুটারে আগুন! জ্বলল দাউদাউ করে, ভাইরাল ভিডিয়ো

Ola ই-স্কুটারে আগুন। রাস্তার ধারেই নতুন স্কুটার জ্বলছে দাউ দাউ করে। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, লার্নার চিহ্ন দেওয়া একটি ম্যাট ব্লু রঙের ওলা ই-স্কুটার জ্বলছে দাউ দাউ করে। চারপাশ ছেয়ে গিয়েছে ধোঁয়ায়।

ঘটনাটি কোথাকার?

ঘটনাটি পুণের। রাস্তার ধারে পার্কিং করা অবস্থায় জ্বলে ওঠে ই-স্কুটারটি। Ola S1 Pro মডেলের।  একই রকম আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটেছে তামিলনাড়ুর ভেল্লোরে। সেখানেও একটি ওলা এস ওয়ান ই-স্কুটারে আগুন লেগে গিয়েছিল।

এ বিষয়ে নির্মাতারা কী বলছে?

Ola ইলেকট্রিক জানিয়েছে, এই ঘটনাগুলি নোট করেছে তারা। কোন প্রযুক্তিগত ত্রুটি বা অন্য কোন কারণে এমনটা হয়েছে, সে বিষয়ে তদন্ত করছে সংস্থা।

শুধু ওলা-ই নয়

একইভাবে Pure EV-র ইলেকট্রিক স্কুটারেও আগুন লাগার ঘটনা ঘটেছে। উত্তর চেন্নাইয়ের কাছে মানজামপক্কম এলাকার মথুরা টোল প্লাজার কাছে একটি লাল ই-স্কুটার জ্বলে ওঠে। সংস্থা জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে।

তদন্তের নির্দেশ সরকারেরও

পর পর একাধিক ই-স্কুটারে আগুনের ঘটনায় চিন্তিত সরকারও। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক।

বন্ধ করুন