গতরাতে এক অভাবনীয় কায়দায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন করা হয় মাফিয়া থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অবশ্য এখনও পুলিশের তরফে এই খুনের আসল কারণ জানানো হয়নি। তবে আততায়ীদের পরিচয় সামনে এসেছে।