২০২২-এর ১২ নভেম্বর কন্যা সন্তানের মা হন বিপাশা বসু। দেখতে দেখতে ২ বছরে পা দিল ছোট্ট দেবী। বিপাশা কন্য়ার জন্মদিনে হাজির ছিল জঙ্গল থিম কেক। বেগুনি রঙের ফ্রক ড্রেসে সেজেছিল দেবী। করণ সিং গ্রোভার ও বিপাশা বসুকে একত্রে মিলে মেয়ের জন্মদিন পালন করতে দেখা গেল।