Fih junior men's hockey world cup
- পেনাল্টি কর্নারের সমস্যা ভারতকে এদিন তাড়িত করেছে। ১২টি পেনাল্টি কর্নার পেয়ে একটিও গোল করতে পারেনি টিম ইন্ডিয়া। অন্য দিকে ছয় বারের চ্যাম্পিয়ন জার্মানি পুরো ম্যাচে মাত্র দু'টি পেনাল্টি কর্নার পেয়ে, উভয় ক্ষেত্রেই গোল করে।