Rr

লখনউ সুপার জায়ান্টসকে তাদের ঘরের মাঠে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল রাজস্থান রয়্যালস। বাকিদের থেকে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে কার্যত প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেললেন সঞ্জু স্যামসনরা। ৯ ম্যাচে ৮টি জয়-সহ ১৬ পয়েন্ট সংগ্রহ করে রাজস্থান। তাদের নেট রান-রেট +০.৬৯৪। দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে রাজস্থান ৬ পয়েন্টের ব্যবধান তৈরি করে নেয়। ছবি- এএনআই।

LSG-র সর্বনাশে KKR-এর পৌষমাস, রাজস্থানকে ধরতে পারবে কেউ? লিগ টেবিলে মাথা তুলল DC

Indian Premier League 2024 Standings: লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৪-এর ৪৪তম লিগ ম্যাচের শেষে কোন দল পয়েন্ট তালিকার কত নম্বরে অবস্থান করছে, দেখে নিন একনজরে। উল্লেখ্য, লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার প্রথম ৪টি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

আইপিএলের ১৭টি মরশুমের ইতিহাসে এটি সবচেয়ে বড় স্কোর তাড়া করে জয়ের নজির। ২৬২ রান আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল তাড়া। এর আগে আইপিএল ২০২০ সালে কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) বিরুদ্ধে ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান রয়্যালস। এর পর ২০২৪ সালে ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে ২২৪ রান তাড়া করে জিতে রাজস্থান নিজেদের নজির স্পর্শ করেছিল। কিন্তু সেই নজির এদিন ভেঙে দিল পঞ্জাব কিংস। ছবি: এপি

২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড

Highest successful IPL, T20 run-chases: শুক্রবারের ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ জিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস লিখে ফেলল পঞ্জাব কিংস। ২৬২ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়ে, তারা করল বিশ্বরেকর্ড। আইপিএলেও রাজস্থান রয়্যালসের নজির ভেঙে দিলেন জনি বেয়ারস্টোরা।

চতুর্থ দল হিসাবে কারা প্রথম চারে থাকবে সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে মঙ্গলবার সেই প্রশ্নের উত্তরটা পাওয়া যেতেই পারে। লখনউ বনাম চেন্নাই ম্যাচে যারা জিতবে তারা প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যেতে পারে। কারণ দুই দলেরই সাত ম্যাচের শেষে সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। কারা আগে দুই অঙ্কের ঘরে পৌঁছায় সেটাই এখন দেখার। তবে বিশেষজ্ঞরা মনে করেন ধোনি যে ফর্মে রয়েছেন তাতে মাহিদেরকেই শেষ চারে দেখা যেতে পারে। এদিকে কেএল রাহুল, নিকোলাস পুরানরাও এক ইঞ্চি জমি যে ছাড়বে না সেটা পরিষ্কার। (ছবি-AFP) (AFP)

IPL 2024: MI-এর শেষ চারে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, দেখুন এগিয়ে কারা

মরশুমের প্রায় অর্ধেকটা শেষ, এমন অবস্থায় আইপিএল-এর প্লে-অফের ছবিটা অনেকটাই পরিষ্কার হয়েছে, তিনটি দল আপাতত দুই অঙ্কে পৌঁছে গিয়েছে, দুটি দল ১০ অঙ্কের দরজার সামনে দাঁড়িয়ে। এই মুহূর্তে নীচের সারির দলেরাও উপরে ওঠার লড়াই চালাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক IPL প্লে অফের জটিল অঙ্ক।

কার্যত শুরু থেকেই আইপিএল ২০২৪-এর লিগ টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাপুটে জয়ের সুবাদে নিজেদের সিংহাসন আরও মজবুত করলেন সঞ্জু স্যামসনরা। ৮ ম্যাচে ৭টি জয়-সহ ১৪ পয়েন্ট সংগ্রহ করে এক্কেবারে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে যায় রাজস্থান। তারা এখনও পর্যন্ত মোটে ১টি ম্যাচে পরাজিত হয়েছে। এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের নেট রান-রেট +০.৬৯৮। ছবি- এপি।

মুম্বইকে উড়িয়ে প্লে-অফের দোরগোড়ায় রাজস্থান, ক্রমশ তলিয়ে যাচ্ছে MI

Indian Premier League 2024 Standings: রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৪-এর ৩৮তম লিগ ম্যাচের শেষে কোন দল পয়েন্ট তালিকার কত নম্বরে অবস্থান করছে, দেখে নিন একনজরে। উল্লেখ্য, লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার প্রথম চারটি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

সোমবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে মাঠে নামা মাত্রই অনবদ্য এক ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন হার্দিক পান্ডিয়া। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০০টি আইপিএল ম্যাচ খেলার নজির গড়েন। রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচটি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে হার্দিকের শততম আইপিএল ম্যাচ। তাঁর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০০ বা তারও বেশি আইপিএল ম্যাচ খেলার নজির রয়েছে রোহিত শর্মা, কায়রন পোলার্ড, হরভজন সিং, লসিথ মালিঙ্গা, আম্বাতি রায়াড়ু ও জসপ্রীত বুমরাহর। অর্থাৎ, মুম্বইয়ের সপ্তম ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন পান্ডিয়া। ছবি- এএফপি।

১০০ ম্যাচ, ২০০ উইকেট, ১০০০ রান, RR vs MI ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোন তিন তারকার

Rajasthan Royals vs Mumbai Indians, Indian Premier League 2024: জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৪-এর ৩৮তম লিগ ম্যাচ ব্যক্তিগতভাবে স্মরণীয় হয়ে থাকবে ৫ ক্রিকেটারের কাছে।

সোমবার জয়পুরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে দুর্দান্ত এক রেকর্ড গড়েন যুজবেন্দ্র চাহাল। নিজের প্রথম আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সের আফগান তারকা মহম্মদ নবির উইকেট নেওয়া মাত্রই এমন এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন চাহাল, যা বিশ্বের আর কোনও বোলারের নেই। বিশ্বের প্রথম বোলার হিসেবে আইপিএলে বিরল ডাবল সেঞ্চুরি করেন রাজস্থান রয়্যালসের তারকা স্পিনার। ছবি- এপি।

বিশ্বের প্রথম বোলার হিসেবে IPL-এ উইকেটের ডাবল সেঞ্চুরি চাহালের

RR vs MI, IPL 2024: জয়পুরে মুম্বই ইন্ডিয়ান্সের আফগান তারকা মহম্মদ নবিকে ফিরিয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ইতিহাস গড়েন যুজবেন্দ্র চাহাল।

মঙ্গলবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ঝুলিয়ে দেওয়া ২২৪ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে আক্ষরিক অর্থেই ইতিহাস গড়ে রাজস্থান রয়্যালস। তবে সব থেকে বেশি রান তাড়া করে জয়ের পাশাপাশি আরও এমন একটি রেকর্ড গড়ে তারা, যা এর আগে আর কোনও দল করে দেখাতে পারেনি। সেদিক থেকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সর্বকালীন ইতিহাস গড়ে সঞ্জু স্যামসনের দল। ছবি- এএফপি।

টেল এন্ডারদের নিয়ে বাটলারের রূপকথার লড়াই, IPL-এর সর্বকালীন রেকর্ডে নাম লেখাল RR

Kolkata Knight Riders vs Rajasthan Royals, IPL 2024: ৬ উইকেট হারানোর পর থেকে সব থেকে বেশি রান তুলে ম্যাচ জেতার নিরিখে RCB-র সর্বকালীন আইপিএল রেকর্ড ভেঙে দিল রাজস্থান রয়্যালস।

মঙ্গলবার ইডেনে কেকেআরের কাছে হেরে বসলে লিগ টেবিলের শীর্ষস্থান খোয়াতে হতো রাজস্থান রয়্যালসকে। তবে শেষ ওভারের থ্রিলারে কলকাতাকে হারিয়ে প্লে-অফের পথে এক পা বাড়িয়ে রাখে রাজস্থান। ৭ ম্যাচে ৬টি জয়-সহ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে রয়্যালস। তারা এক নম্বরের মুকুট আরও কিছুদিন নিজেদের কাছে রেখে দেওয়া নিশ্চিত করে। সঞ্জু স্যামসনদের নেট রান-রেট এই মুহূর্তে +০.৬৭৭। ছবি- এএনআই।

হেরে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া KKR-এর, প্লে-অফের পথে এক পা সঞ্জুদের

Indian Premier League 2024 Standings: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৪-এর ৩১তম লিগ ম্যাচের শেষে কোন দল পয়েন্ট তালিকার কত নম্বরে অবস্থান করছে, দেখে নিন একনজরে। উল্লেখ্য, লিগ টেবিলের প্রথম চারটি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

সর্বোচ্চ রান তাড়া করে জয়ের তালিকায় দুই নম্বরে আছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২১৯ রান তাড়া করে জিতেছিল (ছয় উইকেটে ২১৯ রান)। চারেও আছে রাজস্থান। ২০০৮ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২১৫ রান তাড়া করে জিতেছিল ইউসুফ পাঠান, শেন ওয়ার্নদের দল। এক বল বাকি থাকতেই জিতে গিয়েছিল (সাত উইকেটে ২১৭ রান)। (ছবি সৌজন্যে এপি)

নিজেরাই ছুঁল নিজেদের রেকর্ড! IPL-র সর্বোচ্চ রান তাড়া করে জয় RR-র, লজ্জায় KKR

আইপিএলে নিজেরা যে ইতিহাস গড়েছিল, সেটাই ছুঁয়ে ফেলল রাজস্থান রয়্যালস। আর তার ফলে লজ্জার মুখে পড়ল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের পরিসংখ্যান দেখে নিন। প্রথম পাঁচে কারা আছে?

এবার আইপিএলে নারিনের স্কোর: প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দু'রান করেন। ৪৭ রান করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে করেন ৮৫ রান। ২৭ রান করেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। মঙ্গলবার করলেন ১০৯ রান। (ছবি সৌজন্যে এএফপি)

IPL-এ সর্বাধিক রানের লিস্টে তিনে নারিন! ‘আগে কেউ বললে তামাশা বলে উড়িয়ে দিতাম’

আইপিএলে দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন সুনীল নারিন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই দুর্দান্ত শতরান করেছেন। আর তারপরে আইপিএলের অরেঞ্জ ক্যাপের (সর্বোচ্চ রান সংগ্রাহক) তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন। আর সেই বিষয়টি মুখ খুললেন নারিন।

খাতায়-কলমের হিসেবে হয়তো রাজস্থান সামান্য এগিয়ে রয়েছে কেকেআর-এর চেয়ে। তবে কিছু বিষয় এই ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে। প্রথমটি হল, কেকেআর-এর ওপেনিং জুটির পারফরম্যান্স। ফিল সল্ট-সুনীল নারিন জুটি যদি দাঁড়িয়ে যায়, তবে বাজিমাত করবে কেকেআর-ই।

KKR-এর ওপেনিং জুটি, RR-এর বোলিং বিভাগ,সঞ্জু-রিয়ানদের ছন্দ- হতে পারে বড় ফ্যাক্টর

Kolkata Knight Riders vs Rajasthan Royals: খাতায়-কলমের হিসেবে হয়তো রাজস্থান সামান্য এগিয়ে রয়েছে কেকেআর-এর চেয়ে। তবে কিছু বিষয় এই ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে। কেকেআর-এর দুরন্ত ব্যাটিং অর্ডারের সঙ্গে, রাজস্থানের বিধ্বংসী বোলিং আক্রমণ নিঃসন্দেহে এই ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে।

বেগুনি টুপির দৌড়ে বুমরাহকে পিছনে ফেলে দিলেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। এদিনর ম্যাচে চার ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন চাহাল। এর ফলে বেগুনি টুপির দৌড়ে সকলকে পিছনে ফেলে দিয়েছেন চাহাল। (ছবি-AFP) (AFP)

বুমরাহকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করলেন চাহাল, কমলা টুপির দৌড়ে রিয়ান-সঞ্জু

রাজস্থান রয়্যালস মরশুমে নিজেদের পঞ্চম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ উইকেটে একটি দুর্দান্ত জয় পেয়েছে। এর ফলে, আইপিএল ২০২৪-এর পয়েন্ট টেবিলে তাদের এক নম্বর অবস্থানকে আরও শক্তিশালী করেছে RR। এই ম্যাচের পরে কমলা টুপি ও বেগুনি টুপির দৌড়ে বেশ বদল দেখা গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রাজস্থান রয়্যালস। বরং বলা ভালো যে, বাকিদের থেকে পয়েন্টের ব্যবধান আরও কিছুটা বাড়িয়ে নিল তারা। এটাও নিশ্চিত হয়ে গেল যে, তড়িঘড়ি সঞ্জু স্যামসনদের সিংহাসন থেকে টেনে নামতে পারবে না কোনও দল। ৬ ম্যাচে ৫টি জয়-সহ ১০ পয়েন্ট সংগ্রহ করেছে রাজস্থান। এখনও পর্যন্ত আর কোনও দল ৮ পয়েন্টেও পৌঁছতে পারেনি। রাজস্থানের নেট রান-রেট +০.৭৬৭। ছবি- হিন্দুস্তান টাইমস।

ঝড়ের গতিতে প্লে-অফের দিকে ছুটছে রাজস্থান, পয়েন্ট তালিকায় KKR কত নম্বরে রয়েছে?

Indian Premier League 2024 Standings: পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৪-এর ২৭তম লিগ ম্যাচের শেষে কোন দল পয়েন্ট তালিকার কত নম্বরে অবস্থান করছে, দেখে নিন একনজরে। উল্লেখ্য, লিগ টেবিলের প্রথম ৪টি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

একেই হারের যন্ত্রণা, গোদের উপর বিষফোঁড়া আবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে পড়তে হল শাস্তির মুখে। সঞ্জু জরিমানার কবলে পড়তে হয়। বুধবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে তাঁর দল স্লো ওভার রেট বজায় রাখার জন্য জরিমানার মুখে পড়তে হয় সঞ্জুকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা তাঁর টিমের মরশুমের প্রথম অপরাধ। আইপিএলের নিয়মে, ন্যূনতম ওভার রেট বজায় রাখতে না পারলে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। যে কারণে স্যামসনকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ ছবি: এপি

একেই মরশুমের প্রথম হার, গোদের উপর বিষফোঁড়া আবার ১২ লাখ জরিমানা করা হল সঞ্জুকে

Rajasthan Royals vs Gujarat Titans: বুধবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে তাঁর দল স্লো ওভার রেট বজায় রাখার জন্য জরিমানার মুখে পড়তে হয় রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জুকে। ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।

চলতি আইপিএল মরশুমে টানা চার ম্যাচে জয়ের পরে এই প্রথম হারের মুখ দেখে রাজস্থান রয়্যালস। যদিও এই হারের প্রভাব পড়েনি তাদের লিগ টেবিলের অবস্থানে। ৫ ম্যাচে ৪টি জয়-সহ ৮ পয়েন্ট রয়েছে রাজস্থান রয়্যালসের খাতায়। তারা লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখে। রয়্যালসই একমাত্র দল, যারা এখনও পর্যন্ত আইপিএল ২০২৪-এ চারটি ম্যাচ জিতেছে। সুতরাং, পয়েন্টের নিরিখে বাকিদের থেকে এগিয়ে রয়েছেন সঞ্জু স্যামসনরা। রাজস্থানের নেট রান-রেট +০.৮৭১। ছবি- এএনআই। 

থামল স্যামসনদের বিজয়রথ, রাজস্থানের প্রথম হারে পয়েন্ট তালিকায় প্রভাব পড়ল কতটা?

Indian Premier League 2024 Standings: রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটানস, আইপিএল ২০২৪-এর ২৪তম লিগ ম্যাচের শেষে কোন দল পয়েন্ট তালিকার কত নম্বরে অবস্থান করছে, দেখে নিন একনজরে। উল্লেখ্য, লিগ টেবিলের প্রথম চারটি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

আগে থেকেই আইপিএলে সব থেকে বেশি শাতরানের মালিক ছিলন বিরাট কোহলি। শনিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের রেকর্ড আরও একটু পোক্ত করলেন কোহলি। যদিও ম্যাচে কোহলির পাশাপাশি শতরান করেন রাজস্থানের ওপেনার জোস বাটলারও। অর্থাৎ, শনিবার একই ম্যাচে জোড়া শতরান দেখা যায় সোয়াই মান সিংহ স্টেডিয়ামে। দু'দলের একজন করে ব্যাটার তিন অঙ্কের ব্যক্তিগত ইনিংস খেলেন। ছবি- এএফপি।

কোহলি IPL-এ সেঞ্চুরি করলেই পালটা শতরানে স্পটলাইট কাড়েন অন্য কেউ, এই নিয়ে চারবার

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Indian Premier League 2024: ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে একই ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরির ঘটনা ঘটল এই নিয়ে তিনবার। যদিও সার্বিকভাবে একটি আইপিএল ম্যাচে একাধিক সেঞ্চুরি দেখা যায় মোট ৫ বার। ৫টি ম্যাচের সঙ্গেই জড়িয়ে আরসিবি।

জোস বাটলারের ঝোড়ো সেঞ্চুরির কাছে হার মানল বিরাট কোহলির স্লো শতরান। এর ফলে IPL 2024-এর ১৯ তম ম্যাচ RCB কে ৬ উইকেটে হারিয়ে দিল RR. রাজস্থানের এই জয়ের ফলে লিগ টেবিলে বেশ পরিবর্তন দেখা যায়। (ছবি-AFP) (AFP)

বিরাটদের হারিয়ে বাদশাহর KKR-এর থেকে সিংহাসন দখল করল রাজস্থান

জোস বাটলারের ঝোড়ো সেঞ্চুরির কাছে হার মানল বিরাট কোহলির স্লো শতরান। এর ফলে IPL 2024-এর ১৯ তম ম্যাচ RCB কে ৬ উইকেটে হারিয়ে দিল RR. রাজস্থানের এই জয়ের ফলে লিগ টেবিলে বেশ পরিবর্তন দেখা যায়। কলকাতা নাইট রাইডার্সকে লিগ টেবিলের শীর্ষস্থান থেকে সরিয়ে এক নম্বরে উঠল রাজস্থান।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় তিন নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। শনিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত শতরানের পরে অস্ট্রেলিয়ার ক্রিকেটার মাইকেল ক্লিঙ্গারকে টপকে যান ভারতের তারকা ব্যাটার। আপাতত টি-টোয়েন্ট বিরাটের শতরানের সংখ্যা হল নয়। আইপিএলে আটটি শতরান করেছেন। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি শতরান করেছেন। (ছবি সৌজন্যে এপি)

T20-র ইতিহাসে সবথেকে বেশি শতরানের তালিকার তিনে বিরাট! এগিয়ে বাবর, দ্বিগুণ গেইলের

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলে শতরান হাঁকালেন বিরাট কোহলি। যা ২০২৪ সালের আইপিএলে প্রথম শতরান। আর সেই শতরানের সুবাদে বিশেষ নজির গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার। তবে সেই শতরানটা আইপিএলের ইতিহাসের সবথেকে ঢিমেগতির শতরান।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন বিরাট কোহলি। ২০২৪ আইপিএল মরশুমে প্রথম প্লেয়ার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন কিং কোহলি। ৬৭ বলে তিনি নিজের শতরান পূরণ করেন। তাঁর এই ইনিংসে রয়েছে ৯টি চার এবং চারটি ছক্কা। এটি কোহলির অষ্টম আইপিএল শতরান। ছবি: এপি

IPL 2024-এ প্রথম শতরান কোহলির, সঙ্গে সাড়ে ৭ হাজারের মাইলফলক ছুঁয়ে লিখলেন ইতিহাস

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেন করতে নেমে কোহলি দুরন্ত ছন্দে শুরু থেকেই ব্যাট করছিলেন। প্রথম উইকেটে ফ্যাফ ডু'প্লেসির সঙ্গে ১২৫ রানের পার্টনারশিপ করেন। ফ্যাফ ৩৩ বলে ৪৪ করে আউট হয়ে যান। কিন্তু বিরাট ৭২ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন।

১৭ এপ্রিল রামনমবীর জন্য কলকতা পুলিশ ইডেনের আইপিএল ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড ও বাংলার ক্রিকেট সংস্থা। শেষমেশ ম্যাচটি অন্যদিনে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সম্ভাবনাও খোলা রাখা হয়েছিল যে, একই দিনে অর্থাৎ, রামনবমীর দিনেই অন্য কোনও স্টেডিয়ামে কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি আয়োজন করার। তবে শেষমেশ কেকেআরকে তাদের হোম ম্যাচ অন্য কোনও মাঠে খেলতে হচ্ছে না। ছবি- পিটিআই। 

রামনবমীর জন্য বদলে গেল ইডেনের KKR vs RR ম্যাচের সূচি, কবে অনুষ্ঠিত হবে খেলা?

Kolkata Knight Riders, Indian Premier League 2024: রামনবমীর জন্য ১৭ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে না। বাধ্য হয়েই IPL-এর একজোড়া ম্যাচের সূচি বদল করতে হয় BCCI-কে।

read in app

Latest News

রূপ আরও খোলতাই! কাঞ্চনকে ডিভোর্সের পর নিজেকে বদলাতে যা শুরু করলেন পিঙ্কি বাংলাদেশে হিট স্ট্রোকে একদিনে ১৭ জনের মৃত্যু, রেকর্ড মৃত্যুর সংখ্যায় তুমুল আলোড়ন চাকরি নিয়ে টেনশনের দিন শেষ! বাড়বে বেতন, হবে উন্নতি, শুভ যোগে সিংহ সহ কারা লাকি? আসানসোল কোলিয়ারি এলাকায় শত্রুঘ্ন সিনহার 'কালকা' দেখাচ্ছে তণমূল, ক্ষুব্ধ BJP অতিরিক্ত লোমের কারণে শেভিং বিজ্ঞাপনে টপারের নাম, ক্ষুব্ধ নেটপাড়া যৌন কেলেঙ্কারির জের, প্রার্থী করেও দেবেগৌড়ার নাতিকে দল থেকে সাসপেন্ড করল JDS দল ঘোষণার আগেই T20 World cup-এর জার্সি উন্মোচন দক্ষিণ আফ্রিকার 'হিংসায় মদত খোদ মমতার', নির্বাচন কমিশনে নালিশ করলেন অশ্বিনী বৈষ্ণবরা আকাশে কালো মেঘের আনাগোনা! জোড়া ফলায় মে মাসের শুরুতেই ভারী বৃষ্টি বহু জায়গায় ‘চাকরি খেয়ে নিচ্ছেন’! হাইকোর্টে বিকাশকে ঘিরে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

Latest IPL News

IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে IPL 2024- অভিষেকের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি, কেকেআর তারকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো এই ব্যর্থতা ব্যাটিং ইউনিটের, কেকেআরের কাছে হেরে বোলারদের আড়াল করলেন ঋষভ পন্ত ইডেনে সৌরভকে চমকে দিয়ে চুমু শাহরুখের, দুই কিংবদন্তির খুনসুটিতে গৌণ হল হার-জিত ইডেনে IPL-এর এক মরশুমে সব থেকে বেশি রান, সৌরভের ১৪ বছর আগের রেকর্ড ভাঙলেন সল্ট আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.