বাংলা নিউজ > দেখতেই হবে > Video: ৬০-এ দ্বিতীয়বার সাত পাক ঘুরলেন আশিস বিদ্যার্থী! বাঙালি অভিনেত্রীকে ডিভোর্স দিয়ে এবার কার হাত ধরলেন?

Video: ৬০-এ দ্বিতীয়বার সাত পাক ঘুরলেন আশিস বিদ্যার্থী! বাঙালি অভিনেত্রীকে ডিভোর্স দিয়ে এবার কার হাত ধরলেন?

৬০ বছর বয়সে নতুন ইনিংস শুরু করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। পাত্রী রূপালি বড়ুয়া অসমের মেয়ে, কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরতা। আশিসের মতো এটা রূপালিরও দ্বিতীয় বিয়ে, জানা যায় তাঁর প্রথম স্বামীর মৃত্যু হয়েছে বছর কয়েক আগেই। তাঁর এক কন্যা সন্তান রয়েছে। নামী ফ্যাশন বিপণি চালানোর পাশাপাশি মডেলিংও করেন আশিসে সুন্দরী স্ত্রী।