Updated: 30 Aug 2023, 05:19 PM IST
Satyen Pal
দত্তপুকুরে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে কিছুটা দূরে রাস্তার ধারেই ইটভাঁটা। বর্তমানে বন্ধ। চারপাশে গাছ হয়ে গিয়েছে। ভাঙা গেট দিয়ে ভেতরে ঢুকতে হয়। ভেতরে এখন পুলিশ পাহারা। আর সেই ইঁটভাটার মধ্যে প্লাস্টিকের ত্রিপলের ছাউনি। তার মধ্য়ে পরপর টেবিল। সেই টেবিলের উপর রাখা একের পর এক কাঁচের বিকার। সেটাই নাকি কেরামতের গবেষণাগার। তার সামনে ইঁট দিয়ে বাঁধানো জায়গা। এখানেই চলত পরীক্ষানিরীক্ষা। সেটাই ঘুরে দেখল হিন্দুস্তান টাইমস বাংলা।