বাংলা নিউজ > দেখতেই হবে > Viral Video: চলন্ত বিমানে মাঝ আকাশে আপৎকালীন দরজা খুলে দিলেন যাত্রী! এরপর যা ঘটে গেল দেখুন ভিডিয়োয়

Viral Video: চলন্ত বিমানে মাঝ আকাশে আপৎকালীন দরজা খুলে দিলেন যাত্রী! এরপর যা ঘটে গেল দেখুন ভিডিয়োয়

বিমান অবতরণ করতে তখন আর মাত্র ৩ মিনিট। তার আগে, বিমানের আপৎকালীন দরজা খুলে দিলেন যাত্রী। তবে কেন তিনি এমনভাবে দরজা খুললেন তা তদন্ত করা হচ্ছে। ঘটনা দক্ষিণ কোরিয়ার দিগুতে অবতরণের আগে ঘটেছে। আশিয়ানা এয়ারলাইন্সের বিমানে এই ঘটনা ঘটে গিয়েছে। বিমান যখন ৭০০ ফুট উপরে তখন এই ঘটনা ঘটে। আর তারপরই বিমানের ভিতর এই দৃশ্য দেখা যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। ঘটনায় অল্প বিস্তর আঘাত পেয়েছেন ১২ জন।