Aranyer Din Ratri: ফিরছে ‘অরণ্যের দিনরাত্রি’, সত্যজিতের আইকনিক ছবির রিমেকে থাকছেন ‘অপরাজিত’ জিতু
Updated: 08 Sep 2022, 10:14 PM ISTফিরছে নস্টালজিয়া। আরও একবার পর্দায় ফুটে উঠবে অসীম, সঞ্জয়, হরি এবং শেখরের গল্প। দশকের স্মৃতিকাতরতা উস্কে দেবে তাদের পালামৌ অভিযান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল 'অরণ্যের দিনরাত্রি'র। পরিচালনায় অরুণ রায়। ‘অপরাজিত’র সুবাদে বাঙালির মনে জায়গা করে নেওয়া জিতু কমল থাকছেন এই ছবিতে। এছাড়াও দেখা মিলবে কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্য়ায়, সোহিনী সরকারদের।