বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > Alia-Ranbir: আলাদা-আলাদা শহর ছাড়লেন 'রালিয়া', দেখা মিলল না রাহার! কোথায় আলিয়া-কন্যা?

Alia-Ranbir: আলাদা-আলাদা শহর ছাড়লেন 'রালিয়া', দেখা মিলল না রাহার! কোথায় আলিয়া-কন্যা?

'রকি অউর রানি কি প্রেম কাহিনি'র শেষ পর্বের শ্যুটিং-এ কাশ্মীর উড়ে গেলেন আলিয়া। এদিন মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে লেন্সবন্দি হন নায়িকা। আলিয়ার সঙ্গে দেখা মেলেনি রাহার। যদিও সূত্রের খবর, মেয়েকে নিয়েই ভূ-স্বর্গে রওনা দিয়েছেন অভিনেত্রী। এই ছবিতে রণবীর সিং-এর সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে বুধবারই মুম্বই এয়ারপোর্টে লেন্সবন্দি হলে রণবীর কাপুর। নিজের আসন্ন ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর প্রচারে ব্যস্ত নায়ক।