Updated: 04 Dec 2022, 11:06 PM IST
লেখক Sritama Mitra
পরনে সেনার চেনা উর্দি। তবে হাতে নেই বন্দুক, সেই জা... more
পরনে সেনার চেনা উর্দি। তবে হাতে নেই বন্দুক, সেই জায়গায় রয়েছে গিটার। কারোর হাতে ড্রাম বাজানোর স্টিক। এভাবেই হিমালয় পার্বত্য এলাকায় দুই দেশের সেনা মাতল রক মিউজিকে। একদিকে ভারতের সেনা জওয়ানরা, অন্যদিকে মার্কিনি সেনা জওয়ানরা। এই দৃশ্য উত্তরাখণ্ডের আউলির। উল্লেখ্য, দুই দেশের সেনার যৌথ 'যুদ্ধ অভ্যাস' মহড়ায় এই দৃশ্য দেখা গিয়েছে। লিড গিটারে মার্কিন সেনা জওয়ান, আর ড্রামে ভারতীয় সেনার জওয়ান। এমন যুগলবন্দির দৃশ্য মন কেড়েছে অনেকের।