Updated: 30 Nov 2023, 06:08 PM IST
Priyanka Bose
Tanisha Mukherjee: প্রয়াত প্রযোজক সোমু মুখোপাধ্যায় ও অভিনেত্রী তনুজার দুই মেয়ে কাজল এবং তানিশা। কাজল বলিউডের অন্যতম সফল নায়িকা। তানিশাও বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করেছেন। টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন তানিশা মুখোপাধ্য়ায়। ডান্স রিয়ালিটি শো ‘ঝলক দিখলা যা ১১’-এ দেখা যাচ্ছে তাঁকে। 'বিগ বস'-এর সুবাদে চর্চায় উঠে এসেছিলেন তানিশা। রিয়ালিটি শোয়ের ঘেরাটোপেই অভিনেতা আরমান কোহলির প্রেমে পড়েন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। এমনকী জেতা হয়নি বিগ বসও।