বাংলা নিউজ > দেখতেই হবে > Video: ‘জল নূপূর’-এর হিন্দি রিমেকে ঝনক? লিড রোলে ক্রুশল-হিবা, ভিলেন ঋষি কৌশিক

Video: ‘জল নূপূর’-এর হিন্দি রিমেকে ঝনক? লিড রোলে ক্রুশল-হিবা, ভিলেন ঋষি কৌশিক

কলকাতার বসু পরিবারের ছেলে অনিরুদ্ধ আর কাশ্মীরি কন্যে ঝনকের প্রেম কাহানি লিখলেন লীনা গঙ্গোপাধ্যায়। প্রথমবার মৌলিক গল্প নিয়ে হিন্দি মেগা ম্যাজিক মোমেন্টস-এর। শোনা গিয়েছিল জল নূপূর-এর হিন্দি রিমেক হবে এই মেগা। যদিও নির্মাতারা জানালেন অরিজিন্যাল গল্প নিয়েই তৈরি হচ্ছে ক্রুশল আহুজা ও হিবা নবাব অভিনীত এই মেগা। কলকাতায় জোরকদমে শ্যুটিং চলছে স্টার প্লাসের আসন্ন হিন্দি মেগার।