বাংলা নিউজ >
দেখতেই হবে >
শ্যুটিংয়ে খাবার নিয়ে কাড়াকাড়ি মালাইকা-ফারহাদের, এত্ত খাবার! এরাঁ সত্যিই ডায়েট করেন?
Updated: 05 Mar 2024, 08:23 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
শোয়ের নাম ‘ঝলক দিখলা জা’। সেদিন ছিল ফাইনালের শ্যুটিং। তারই ফাঁকে বিচারক মালাইকা অরোরা, আরশাদ ওয়ার্সি, ফারহা খানদের দেখা গেল জমিয়ে খাওয়া-দাওয়া করতে। শোয়ের শ্যুটিংয়ের পিছনে ঠিক কী কাণ্ড কারখানা চলছে, তা এবার ফাঁস করেছেন ফারহা। সেখানে দেখা যাচ্ছে, আসলে যতই স্বাস্থ্য সচেতন হন না কেন, শ্যুটিংয়ের ফাঁকে কব্জি ডুবিয়ে খাচ্ছেন মালাইকা-ফারহারা।