বাংলা নিউজ > দেখতেই হবে > মার্শাল আর্ট 'কালারিপ্পায়াট্টু'-তে নয়া প্রজন্মকে চোস্ত তৈরি করছেন এই প্রাক্তন পুলিশ কর্তা!

মার্শাল আর্ট 'কালারিপ্পায়াট্টু'-তে নয়া প্রজন্মকে চোস্ত তৈরি করছেন এই প্রাক্তন পুলিশ কর্তা!

ঐতিহ্যবাহী মার্শাল আর্ট হিসাবে পরিচিতি দক্ষিণ ভারত... more

ঐতিহ্যবাহী মার্শাল আর্ট হিসাবে পরিচিতি দক্ষিণ ভারতের 'কালারিপ্পায়াট্টু'। এই মার্শাল আর্টকে আরও বেশি করে আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছেন এক প্রাক্তন পুলিশ কর্তা। কোঝিকোডের অবসরপ্রাপ্ত সাব ইনসপেক্টর মহম্মদ গুরুক্কাল। তিনিই এলাকার বালিক বালিকাদের এই মার্শাল আর্টের প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। ৩০০০ ছাত্র ছাত্রীকে বিনা খরচায় তিনি এই প্রশিক্ষণ দিচ্ছেন।