Video: নয়া সংসদভবন কেমন দেখতে? ভিতরের কিছু অংশের দৃশ্য শেয়ার করে মোদী করলেন এই অনুরোধটি!
Updated: 26 May 2023, 09:42 PM ISTআগামী ২৮ মে উদ্বোধন হতে চলেছে নয়া সংসদভবন। তার আগে ইস্যুটি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তোলপাড়। উদ্বোধন করার জন্য আমন্ত্রণ করা হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিকে, এই উদ্বোধন ঘিরে একাধিক বার্তা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। দেওয়া হয়েছে উদ্বোধন বয়কটের ডাক। তারই মাঝে নয়া সংসদভবনের কিছু ঝলক শেয়ার করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁর অনুরোধ, এই ভিডিয়োতে নিজের 'ভয়েস-ওভার'(কণ্ঠস্বর) দিয়ে তা যেন শেয়ার করা হয়। সেই শেয়ার করা ভিডিয়োর কয়েকটি তিনি নিজে শেয়ার করবেন বলেও জানান।