বাংলা নিউজ > দেখতেই হবে > দ্য কেরালা স্টোরি থেকে ব্যান্ডিট কুইন, পাঁচ- ভারতে কোন কোন ছবি নিষিদ্ধ হয়েছে নানা সময়ে?

দ্য কেরালা স্টোরি থেকে ব্যান্ডিট কুইন, পাঁচ- ভারতে কোন কোন ছবি নিষিদ্ধ হয়েছে নানা সময়ে?

দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্কের অন্ত নেই। এই ছবিকে উসকানিমূলক বলে আখ্যা দিয়ে বাংলায় এটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এটাই প্রথম নয়, যখন ভারতে কোনও ছবিকে ব্যান করা হল। এর আগেও একাধিক সময় একাধিক ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।