শুক্রবার, ২০ নভেম্বর থেকে সম্ভাব্য করোনা টিকা কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে। ভারত বায়োটেক এই টিকা তৈরি করেছে। হরিয়ানার রোহতাকে পিজিআইএমএস-এ হবে ট্রায়াল এক হাজার ভলান্টিয়ারের ওপর জানিয়েছেন ভাইস চ্যান্সেলর ওপি কালরা। রাজ্যের মন্ত্রী অনিল ভিজ প্রথম ভলান্টিয়ার হবেন বলে জানিয়েছেন।
প্রাথমিক ভাবে ২০০ ভলান্টিয়ারকে দেওয়া হবে তাদের অ্যান্টিবডি রেসপন্স বোঝার জন্য। এরপর আরো ৬০০ ও তার পরের ধাপে আরো ২০০ ভলান্টিয়ারকে ট্রায়ালের অংশ করা হবে। ভালো ফলাফল পাওয়া গেলে টিকাটিকে বাজারে ছাড়ার জন্য অনুমতি চাইবে আইসিএমআর।
ভলান্টিয়ারদের দুটি করে ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন ওপি কালরা। প্রথম ডোজের ২৮ দিন বাদে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।