Video: 'ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল' ইস্যু: টুইট মমতার, প্রতিক্রিয়া শুভেন্দুর! বিধানসভায় কোন দৃশ্য?
Updated: 15 Sep 2022, 10:03 PM ISTবিজেপির নবান্ন অভিযানের দিন শুভেন্দু অধিকারীর এক মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভায় কার্যত তুলকালাম হয়। বিধানসভার বাইরেও 'ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল' ইস্যুতে শুভেন্দুর প্রতি কটাক্ষ উড়ে আসে তৃণমূলের একাধিক নেতার তরফে। বিধানসভায় এদিন পোস্টার নিয়ে বিক্ষেভে নামেন তৃণমূল বিধায়করা। তৃণমূল কেন্দ্রের বিরোধিতা করে 'ডোন্ট টাচ মাই বডি' লেখা পোস্টার দেখায়।'ডোন্ট টাচ মাই বডি' প্রসঙ্গ উল্লেখ করে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি টুইট। এদিকে, বিজেপির নবান্ন অভিযানের দিনের ওই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী। তৃণমূল যখন এদিন বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়, তখন পাল্টা বিজেপিও তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়।