বাংলা নিউজ >
দেখতেই হবে >
Raj Chakraborty: রাজের জন্মদিন, চাদরমুড়ি দিয়ে কেক খেলেন শুভশ্রী, হয়েছেটা কী?
Updated: 20 Feb 2024, 12:49 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
#rajchakraborty #subhashreeganguly #reels #birhday #cake আজ ২১ ফেব্রুয়ারি, ৪৮-এ পা রাখলেন রাজ চক্রবর্তী। তবে তার কিছু আগেই উদযাপন করা হয়েছে রাজের জন্মদিন। আর সেটা রাজ-শুভশ্রীর আগামী ছবি 'বাবলি'র সেটে। রাজের পরিচালনা ও প্রযোজনায় তৈরি 'বাবলি'র শ্যুটিং শেষ। সেই শেষদিনেই দিন কেক কেটে উদযাপন করা হয় রাজের জন্মদিন। শুভশ্রীর ফ্যানক্লাবে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, টেবিলের উপর রাখা একাধিক কেক। তারই একটা কেটে প্রথমে আবির চট্টোপাধ্যায়কে খাওয়াতে যান রাজ। তবে আবির প্রথমে কেকটি শুভশ্রীকে খাওয়ানোর অনুরোধ করেন, আর তখনই পাশে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী স্ত্রী শুভশ্রীকে কেক খাইয়ে দেন রাজ। সেসময় মুখে আঙুল পুরে সিটি দিতে থাকেন আবির।