বাংলা নিউজ > দেখতেই হবে > Video: ৩২ কেজি ওজনের কচ্ছপ উঠল সল্টলেকে! ধরতে গিয়ে কামড় খেলেন অনেকে, এরপর?

Video: ৩২ কেজি ওজনের কচ্ছপ উঠল সল্টলেকে! ধরতে গিয়ে কামড় খেলেন অনেকে, এরপর?

রবিবার সকালে জেলেরা ভেরির আউটলেট পাটা পরিষ্কার করছ... more

রবিবার সকালে জেলেরা ভেরির আউটলেট পাটা পরিষ্কার করছিলেন। তখনই তাঁদের সন্দেহ হয়। এরপরই তাঁরা দেখতে পান যে সেখানে তাঁদের অনুমানই ঠিক! রয়েছে একটি বিশালাকার কচ্ছপ। মুহূর্তে রে রে পড়ে যায়। এরপর কচ্ছপ ধরতে চেষ্টা করেন অনেকে। তখনই কচ্ছপের কামড়ে আহতও হন অনেকে। ঘটনা সল্টলেকের গলদা ভেরির। সেখানে কীভাবে এতবড় কচ্ছপ এল, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এদিকে কচ্ছপ নিয়ে হইচই পড়তেই বনদফতরকে খবর দেওয়া হয়। পরে বনদফতরই এসে ওই কচ্ছপ উদ্ধার করে।