হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীকে পরিবর্তনী একাদশী বলা হয়। পুরাণ অনুযায়ী এদিন বিষ্ণু যোগনিদ্রার সময় পাশ ফেরেন। উল্লেখ্য চতুর্মাসে প্রথমবার তাঁর স্থান পরিবর্তন হয়, তাই একে পরিবর্তনী একাদশী বলা হয়। চলতি বছর ১৭ সেপ্টেম্বর পরিবর্তনী একাদশী।
পরিবর্তনী একাদশীর শুভক্ষণ
একাদশী তিথি শুরু- ১৬ সেপ্টেম্বর, সকাল ৯টা ৩৯ মিনিটে।
একাদশী তিথি সমাপ্ত- ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা ০৮ মিনিটে।
এর পর দ্বাদশী তিথি আরম্ভ হবে। একাদশীর সূচনা সূর্যোদয়ের পরে হওয়ায় উদয়া তিথি অনুযায়ী ১৭ সেপ্টেম্বর পরিবর্তনী একাদশী পালিত হবে।
পরিবর্তনী একাদশীর মাহাত্ম্য
এই একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই একাদশীর ব্রত করলে বাজপেজ্ঞ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। মহাভারতেও এই ব্রতর উল্লেখ পাওয়া যায়। যুধিষ্ঠির ও অর্জুনকে পরিবর্তনী একাদশী সম্পর্কে বলেন কৃষ্ণ। এই একাদশীতে বিষ্ণুর বামন অবতার ও লক্ষ্মীর পুজো করা হয়। এই ব্রতর প্রভাবে সমস্ত মনোস্কামনা পূর্ণ হয়। অর্থাভাব থাকে না।